• ** জাতীয় ** আমরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করেছি : শেখ হাসিনা ** আবারও তিন দিনের ‘হিট অ্যালার্ট’ জারি ** চুয়াডাঙ্গায় হিট স্ট্রোকে দুই নারীর মৃত্যু ** ইউআইইউ ক্যাম্পাসে ‘কৃত্রিম বৃষ্টি’ নিয়ে তোলপাড় সারাদেশ ** সিলেটে মসজিদে যাওয়ার পথে বজ্রপাতে ইমামের মৃত্যু ** নরসিংদীতে হিট স্ট্রোকে যুবকের মৃত্যু ** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন : https://www.newsflash71.com ** সব ধরনের ভিডিও দেখতে ভিজিট করুন : youtube.com/newsflash71 ** লাইক দিন নিউজফ্ল্যাশের ফেসবুক পেইজে : fb/newsflash71bd **


বিপিএল একটা সার্কাস! হাথুরুর ওপর ক্ষেপলেন পাপন

রাশেদ রাসেল | প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারী ২০২৪, ১৪:১৩

ছবি: সংগৃহীত

বিপিএল একটা সার্কাস! এমন কথা বলেছেন স্বয়ং বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের কোচ চন্ডিকা হাথুরুসিংহে। বিপিএল যদি সার্কাস হয়, তাহলে চন্ডিকা হাথুরুসিংহের কর্মকান্ড কি? দিনের পর দিন বাজে খেলতে থাকা খেলোয়ারকে স্কোয়াডে রাখা আবার ইনফর্ম খেলোয়ারকে বসিয়ে রাখা। সার্কাসটাকি তবে বাঙ্গালীদের হাথুরু নিজেই শেখালেন?

ইএসপিএন ক্রিকইনফোকে দেওয়া এক সাক্ষাৎকারে কোনো রাখঢাক না রেখেই হাথুরু বলেছেন, বাংলাদেশের যথাযথ বা কার্যকর কোনো টি-টোয়েন্টি টুর্নামেন্ট নেই। টেলিভিশনে বিপিএল দেখার সময় কখনো কখনো টিভিই বন্ধ করে দেই। তবে, টিভিটা দেখার কি দরকার আপনার? আপনি খেলোয়ারদের নিয়ে ভাবলেই তো পারেন। দেশের সবচেয়ে বড় টুর্নামেন্ট নিয়ে মাথা না ঘামালেই পারেন।

দর্শকরা হাথুরুকে বলছেন নিজের চর্কায় তেল দিতে। আর এদিকে আবার এসব শুনে হাথুরুর উপর ক্ষেপে গেলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। এখন তিনি আবার দেশের ক্রিড়াঙ্গনের সবচেয়ে বড় মাথা ক্রিড়ামন্ত্রী। হাথুরুর সার্কাস কি তবে , বন্ধ হবার পথে?

এ বিষয়ে বিসিবি সভাপতি বলেন, ‘প্রথমে দেখতে হবে সে কোড ভঙ্গ করেছে কিনা। আমাদের যে নিয়ম আছে, সেই নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেবো। এটা প্রথম কথা। দ্বিতীয় কথা, সে কোনো জায়গায় এমন কিছু বলেছে কি না যেটা বাংলাদেশের ক্রিকেটের জন্য, সেটা যেই-ই হোক, ঘরোয়া ক্রিকেট হোক, খেলোয়াড় হোক, বিপিএল হোক, আন্তর্জাতিক ক্রিকেট হোক, যেটা কিনা নেতিবাচক বার্তা বহন করে। তাহলে অবশ্যই তাকে জিজ্ঞেস করা হবে। অবশ্যই শোকজ করা হবে।

হাথুরু এবার যাবে কোথায়? লংকা কান্ড ঘটাতে আবারো লংকায়? নাকি উগান্ডায়? উগান্ডাও যে আজকাল ভালো ক্রিকেট খেলে।  



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top