মঙ্গলবার, ৬ মে ২০২৫, ২৩ বৈশাখ ১৪৩২

জাতীয় দল থেকে অবসর নিলেন স্বর্ণজয়ী রোমান সানা

রাশেদ রাসেল | প্রকাশিত: ৩ মার্চ ২০২৪, ১৭:২১

ছবি: সংগৃহীত

ব্যক্তিগত কারণে জাতীয় দল থেকে অবসর নিলেন স্বর্ণজয়ী আর্চার রোমান সানা।

অবসরের বিষয়টি আর্চারি ফেডারেশনকে জানিয়েছেন এই আর্চার। চিঠির মাধ্যমে বিষয়টি জানিয়েছেন রোমান, নিশ্চিত করেছেন বাংলাদেশ আর্চারি ফেডারেশনের সাধারণ সম্পাদক রাজীবউদ্দিন আহমেদ।

বর্তমান সময়ে বাংলাদেশের সেরা আর্চার ধরা হয় রোমান সানাকে। এই খেলার বৈশ্বিক প্রতিযোগিতায় ব্রোঞ্জ পদকও আছে তার। ২০১৯ সালের বিশ্ব আর্চারি চ্যাম্পিয়নশিপে এই পদক জিতেছেন রোমান। এছাড়াও বাংলাদেশের প্রথম ক্রীড়াবিদ হিসেবে অলিম্পিকে সরাসরি কোয়ালিফাই করেছিলেন তিনি।




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top