শনিবার, ৩ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২

অবস্থা সংকটাপন্ন, লাইফ সাপোর্টে তামিম ইকবাল

Nasir Uddin | প্রকাশিত: ২৪ মার্চ ২০২৫, ১৩:১২

ফাইল ছবি

হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ক্রিকেটার তামিম ইকবাল। অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাকে লাইফ সাপোর্টে নেয়া হয়েছে। তার বিষয়ে ডাক্তাররাও কোনো কিছু আপাতত নিশ্চয়তা দিতে পারছেন না। বলছেন শুধু, ‘আল্লাহ ভরসা।’

সোমবার (২৪ মার্চ) সকালে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল) ম্যাচে শাইনপুকুর ক্রিকেট ক্লাবের বিপক্ষে মোহামেডানের হয়ে ফিল্ডিংয়ে নামেন তামিম ইকবাল। এসময় বুকে ব্যথা অনুভব করলে তখনই সাভারের বিকেএসপির পাশে ফজিলাতুন্নেছা হাসপাতালে ভর্তি করা হয় তাকে।

মোহামেডানের কর্মকর্তা তরিকুল ইসলাম টিটু জানিয়েছেন, টস করে ম্যাচ শুরু হলে অসুস্থতা অনুভব করায় মাঠ ছেড়ে বেরিয়ে যান তামিম। বিকেএসপিতেই প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। অবস্থার উন্নতি না হওয়ায় দ্রুত হাসপাতালে নেওয়া হয় তাকে।

তিনি আরো জানিয়েছেন, ‘তাকে লাইফ সাপোর্টে নেয়া হয়েছে। ডাক্তাররা কোনো নিশ্চয়তা দিতে পারছেন না। তারা শুধু বলছেন, আল্লাহ ভরসা। আল্লাহ যদি ফিরিয়ে দেন, তাহলে হয়তো ফিরবেন।’

দলীয় ম্যানেজার ও সাবেক ক্রিকেটার সাজ্জাদ আহমেদ শিপন বলেন, ‘ম্যাসিভ হার্ট অ্যাটাক হয়েছে তামিম ইকবালের। টস করে এসে আমাকে জানালো, ভালো লাগতেছে না। বুকে ব্যথা করতেছে। সঙ্গে সঙ্গে আমরা তাকে হাসপাতালে নেয়ার ব্যবস্থা করেছি। এখন ডাক্তাররা সর্বোচ্চ চেষ্টা করছেন। বাকি আল্লাহই ভালো জানেন, তার কি হবে!’

এদিকে তামিমের অসুস্থতার খবরে বিসিবির বোর্ডসভা স্থগিত করা হয়েছে। দুপুর ১২টায় সভা শুরু হওয়ার কথা ছিল। তামিমকে দেখতে হাসপাতালে যাচ্ছেন বিসিবি পরিচালক ও কর্মকর্তারা।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top