২০২৬ নারী বিশ্বকাপের সময়সূচি ও ভেন্যুর নাম ঘোষণা
Nasir Uddin | প্রকাশিত: ১ মে ২০২৫, ১৬:২১

আগামী বছর নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করবে ইংল্যান্ড। এই আসর শুরু হতে এখনও এক বছর বাকি আছে। কিন্তু আগেভাবেই টুর্নামেন্ট শুরুর সময় ও সাতটি ভেন্যুর নাম ঘোষণা করেছে ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। বৃহস্পতিবার (১ মে) ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) আসন্ন টুর্নামেন্টের সময়সূচি ও সাতটি ভেন্যুর নাম ঘোষণা করেছে।
টুর্নামেন্ট শুরু হবে আগামী ১২ জুন ২০২৬ থেকে এবং চলবে ২৪ দিনব্যাপী। ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে লর্ডসে। টুর্নামেন্টের মোট ৩৩টি ম্যাচ অনুষ্ঠিত হবে ইংল্যান্ডের সাতটি বিখ্যাত ভেন্যুতে—লর্ডস, এজবাস্টন, হ্যাম্পশায়ার বোল, হেডিংলি, ওল্ড ট্র্যাফোর্ড, দ্য ওভাল এবং ব্রিস্টল কাউন্টি গ্রাউন্ড।
এই প্রথমবারের মতো নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিচ্ছে সর্বোচ্চ ১২টি দল। ইতোমধ্যে আয়োজক দেশ ইংল্যান্ডসহ অস্ট্রেলিয়া, ভারত, নিউজিল্যান্ড, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজ মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে। বাকি চারটি দল নির্ধারিত হবে আগামী বছর অনুষ্ঠেয় বাছাই পর্বের মাধ্যমে।
টুর্নামেন্টে ১২ দলকে দুইটি গ্রুপে ভাগ করে প্রথম রাউন্ডের খেলা অনুষ্ঠিত হবে। পরে শীর্ষ চার দল নিয়ে হবে সেমিফাইনাল ও ফাইনালসহ নকআউট পর্ব।
ইসিবির পক্ষ থেকে জানানো হয়েছে, টুর্নামেন্টের সম্পূর্ণ ম্যাচ সূচি ও সময়সূচি খুব শিগগিরই প্রকাশ করা হবে। নারী ক্রিকেটের ক্রমবর্ধমান জনপ্রিয়তা এবং প্রতিযোগিতামূলক পরিবেশ বিশ্বকাপ আয়োজনকে নতুন উচ্চতায় নিয়ে যাবে বলেও আশা প্রকাশ করেছে আয়োজকরা।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।