সোমবার, ৫ মে ২০২৫, ২২ বৈশাখ ১৪৩২

পাকিস্তানকে ছাড়াই হবে এশিয়া কাপ: গাভাস্কার

Nasir Uddin | প্রকাশিত: ৫ মে ২০২৫, ১৬:০৮

ফাইল ছবি

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগাওয়ে সন্ত্রাসী হামলার পরিপ্রেক্ষিতে পাকিস্তানকে নিয়ে এশিয়া কাপ আয়োজন এখন অনিশ্চয়তায় ঘেরা। সাবেক ভারতীয় ক্রিকেট কিংবদন্তি সুনীল গাভাস্কার মনে করেন, এমন পরিস্থিতিতে পাকিস্তান দল এশিয়া কাপে অংশ নেবে না।

পেহেলগামের ঘটনার পর ভারতের সাবেক-বর্তমান ক্রিকেটারসহ ভারতের ক্রিকেট বোর্ডও জানিয়েছে (বিসিসিআই) পাকিস্তানের সঙ্গে আর ম্যাচ খেলতে চান না তারা।

ভারতীয় সংবাদমাধ্যম স্পোর্টস টু-কে দেওয়া এক সাক্ষাৎকারে গাভাস্কার বলেন, আমি পাকিস্তানকে এশিয়া কাপে দেখছি না।

তিনি আরও বলেন, বিসিসিআই সবসময় ভারত সরকারের নির্দেশ অনুসরণ করে এবং এই ক্ষেত্রেও তার ব্যতিক্রম হবে না। তার মতে, যদি ভারত-পাকিস্তানের মধ্যকার সম্পর্কের উত্তেজনা না কমে, তাহলে পাকিস্তান দল এশিয়া কাপে অংশ নেবে না।

‌‘বিসিসিআই সবসময় সরকারের সিদ্ধান্ত অনুসরণ করে। যদি পরিস্থিতি না বদলায়, তাহলে পাকিস্তানের অংশগ্রহণ সম্ভব নয়,’ বলেন গাভাস্কার।

গাভাস্কার আরও বলেন, বর্তমান পরিস্থিতিতে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) ভেঙে যাওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। বিশেষ করে, পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মোহসিন নাকভি এখন এই সংস্থার সভাপতির দায়িত্বে থাকায় নতুন জটিলতা সৃষ্টি হয়েছে।

‘এমনও হতে পারে যে এসিসি ভেঙে দেওয়া হবে এবং তিন বা চার দলের একটি টুর্নামেন্ট আয়োজন করা হবে। সেখানে হংকং বা সংযুক্ত আরব আমিরাতকেও আমন্ত্রণ জানানো হতে পারে,’ মন্তব্য গাভাস্কারের।

তার মতে, ভারত যদি এসিসি থেকে নিজেদের প্রত্যাহার করে নেয়, তবে অন্য দেশগুলোকে নিয়ে স্বতন্ত্র একটি চার বা পাঁচ দলের টুর্নামেন্ট আয়োজন করাও সম্ভব। সেই টুর্নামেন্ট বাংলাদেশ, শ্রীলঙ্কা বা আফগানিস্তানে হতে পারে, যদিও আয়োজক হিসেবে থাকবে ভারতই।

গত ২২ এপ্রিল কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসীদের হামলায় ২৬ জন পর্যটক মারা যায়। এই হামলার জন্য তাই পাকিস্তানের দিকে আঙুল তুলেছে ভারত সরকার। এতে দুই দেশের সীমান্তে এখন উত্তেজনাও বেড়েছে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top