বিলবাওকে গোলবন্যায় ভাসিয়ে ফাইনালে ইউনাইটেড
Nasir Uddin | প্রকাশিত: ৯ মে ২০২৫, ১২:৩৬

ইউরোপা লিগে ৭-১ ব্যবধানে বিলবাওকে হারিয়ে ফাইনালে ম্যানচেস্টার ইউনাইটেড। গতকাল রাতে ওল্ড ট্র্যাফোর্ডে সেমিফাইনালের ফিরতি লেগে বিলবাওকে ৪-১ ব্যবধানে হারায় ইউনাইটেড। প্রথম লেগে ৩-০ গোলে এগিয়ে থাকায় দুই লেগ মিলিয়ে ৭-১ অগ্রগামিতায় ফাইনাল নিশ্চিত হয় তাদের। ফাইনালে আগামী ২২ তারিখ টটেনহ্যামের মুখোমুখি হবে রুবেন আমুরির দল।
ঘরের মাঠে ইউনাইটেড প্রথম সুযোগটি পায় ১৬তম মিনিটে। ব্রুনো ফের্নান্দেসের থ্রু বল ধরে বক্সে গিয়ে গোলরক্ষকে একা পেয়েও ঠিকঠাক শট নিতে পারেননি। বিলবাও গোলরক্ষক এগিয়ে এসে বল নিয়ন্ত্রণে নিয়ে নেন। ৩১তম মিনিটে এগিয়ে যায় বিলবাও। প্রতিপক্ষের ভুলে বল পেয়ে শট নেন জালো। কিন্তু সেটি কেউ ঠেকিয়ে দেন। ফিরতি শটে জাল খুঁজে নিতে ভুল করেননি মিকেল জরেগিসার।
পিছিয়ে থাকা ইউনাইটেড বিরতির পর আক্রমণে ধার বাড়ায়। কিন্তু বিলবাওয়ের রক্ষণভাগ যেন দেয়াল হয়ে দাঁড়িয়ে ছিল। সেই দেয়াল ভেদ করতে অপেক্ষা করতে হয় ৭২ মিনিট পর্যন্ত। ইয়োরোর ছোট পাস থেকে ঠিকানা খুঁজে নেন বদলি হয়ে নামা মাউন্ট। ৭৯তম মিনিটে দলকে এগিয়ে নেন কাসেমিরো। ফের্নান্দেসের ফ্রিকিক থেকে দারুণ এক হেডে জাল খুঁজে নেন ব্রাজিলিয়ান তারকা। ৮৫তম মিনিটে ব্যবধান আরও বাড়ান রাসমাস হয়লুন। যোগ করা সময়ে আরও একটি গোল করে দলের ফাইনাল নিশ্চিত করেন মাউন্ট।
আগামী ২১ মে স্পেনের বিলবাওতে প্রিমিয়ার লিগের মধ্যকার অল-ইংলিশ ফাইনালে ইউনাইটেডের প্রতিপক্ষ টটেনহাম।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।