সূর্যকুমারের জয় পাকিস্তানের বিরুদ্ধে শহীদদের স্মরণে

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর ২০২৫, ১৫:৪৬

ছবি: সংগৃহীত

এশিয়া কাপ টি-টুয়েন্টি ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ভারতের জয়। তবে ম্যাচ শেষে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে এক ভিন্ন ঘটনা— পাকিস্তানি ক্রিকেটারদের সঙ্গে হাত না মেলানো।

টসের সময়ও পাকিস্তান অধিনায়ক সালমান আলি আঘার সঙ্গে হাত মেলাননি ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব। খেলা শেষে সূর্যকুমার ও শিভম দুবে সরাসরি মাঠ ছাড়েন। ভারতীয় দল ও স্টাফ সাজঘরে থাকেন, আর পাকিস্তান দল মাঠে অপেক্ষা করছিল।

পুরস্কার বিতরণী মঞ্চে সূর্যকুমার জানান— পেহেলগামে সন্ত্রাসী হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে আমরা হাত মেলাইনি। এই জয় উৎসর্গ করছি শহীদদের পরিবার ও ভারতীয় সেনাবাহিনীকে।

পেহেলগামের হামলার পর চালানো ‘অপারেশন সিঁদুর’-এর প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘কিছু কিছু বিষয় খেলোয়াড়ি মানসিকতার থেকেও বড়। আমরা সেনাদের সাহসিকতার পাশে আছি।

প্রধান কোচ গৌতম গম্ভীরও একই সুরে বলেন, ‘দল হিসেবে আমরা নিহতদের পরিবারের পাশে থাকতে চেয়েছি। অপারেশন সিঁদুরের জন্য সেনাদের নিয়ে গর্বিত।

ম্যাচের জয় ছাপিয়ে তাই আলোচনায় উঠে এসেছে ভারতীয় দলের এই বার্তা— শহীদদের প্রতি শ্রদ্ধা ও সেনাদের পাশে থাকার অঙ্গীকার।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top