বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ২ আশ্বিন ১৪৩২

জাপানে ফুটবলার সেজে মানবপাচার, পাকিস্তানে হোতা গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর ২০২৫, ১১:৩০

ছবি: সংগৃহীত

মানবপাচারের এক অভিনব কৌশল উদঘাটন করেছে জাপানি কর্তৃপক্ষ। ফুটবল খেলোয়াড় সেজে জাপান প্রবেশের চেষ্টা করায় পাকিস্তান থেকে আসা ২২ জনকে বিমানবন্দর থেকেই ফেরত পাঠানো হয়েছে। ঘটনার পর পাকিস্তানের ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সি (এফআইএ) এই চক্রের মূল হোতা মালিক ওয়াকাসকে গ্রেপ্তার করেছে।

এফআইএ জানিয়েছে, সিয়ালকোট আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ‘গোল্ডেন ফুটবল ট্রায়াল’ নামের ভুয়া ক্লাবের খেলোয়াড় পরিচয়ে একটি দল জাপানে যায়। সেখানে তাদের নথি জাল প্রমাণিত হলে জাপানি কর্তৃপক্ষ সঙ্গে সঙ্গেই তাদের ফেরত পাঠায়।

তদন্তে বেরিয়ে এসেছে, মালিক ওয়াকাস ভুয়া ফুটবল ক্লাব তৈরি করে দীর্ঘদিন ধরে মানবপাচার করছিলেন। প্রতি ব্যক্তির কাছ থেকে তিনি ৪০ লাখ পাকিস্তানি রুপি (১৩-১৫ হাজার মার্কিন ডলার) নিতেন। তার জাল নথিতে খেলার সময়সূচি ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভুয়া ছাড়পত্রও সংযুক্ত থাকত। তবে জাপানি কর্তৃপক্ষ দ্রুতই প্রতারণা ধরে ফেলে।

জিজ্ঞাসাবাদে মালিক ওয়াকাস স্বীকার করেছেন, এর আগেও ২০২৪ সালের জানুয়ারিতে একই কৌশলে ১৭ জনকে জাপানে পাঠিয়েছিলেন। এ সময় তার কাছ থেকে জাল নথি ও ফুটবল ফেডারেশনের ভুয়া লেটারহেড জব্দ করা হয়েছে। তার বিরুদ্ধে এরই মধ্যে একাধিক মানবপাচারের মামলা দায়ের করা হয়েছে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top