বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫, ৯ আশ্বিন ১৪৩২

মরাহকে বিশ্রাম নয়,

বাংলাদেশ ম্যাচে খেলানোর ইঙ্গিত সহকারী কোচের

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০২৫, ১০:৩৬

ছবি: সংগৃহীত

চলমান এশিয়া কাপে ফাইনালে ওঠা নিশ্চিত না হলে ভারতের তারকা পেসার জসপ্রিত বুমরাহকে বিশ্রাম দেওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। এমন মন্তব্য করেছেন দলের সহকারী কোচ রায়ান টেন ডোয়েশকাটে।

ফলে আজ (বুধবার) বাংলাদেশের বিপক্ষে ম্যাচে বুমরাহকে দেখা যাওয়ার সম্ভাবনা প্রায় নিশ্চিত। তবে শ্রীলংকার বিপক্ষে শেষ সুপার ফোর ম্যাচে তিনি বিশ্রাম পেতে পারেন—যদি পাকিস্তান মঙ্গলবার শ্রীলংকাকে হারায় (যেখানে পাকিস্তান ইতোমধ্যে ৫ উইকেটে জিতেছে) এবং ভারত বাংলাদেশকে হারায়।

মঙ্গলবার সংবাদমাধ্যমে টেন ডোয়েশকাটে বলেন,
"আজ রাতে পাকিস্তান-শ্রীলংকা ম্যাচ আর কাল আমাদের খেলা—এই দুই ম্যাচের পর টেবিলের চিত্র পরিষ্কার হবে। তবে শেষ ম্যাচের আগে নিশ্চিত হয়ে যাওয়ার সম্ভাবনা খুবই কম। তাই বলব, বুমরাহর বিশ্রামের সম্ভাবনা এখন প্রায় নেই। যদি শেষ ম্যাচে সেই সুযোগ তৈরি হয়, তখন চিন্তা করা যাবে। কিন্তু আপাতত আমরা প্রতিটি ম্যাচে সেরা একাদশ নামানোর দিকেই মনোযোগী। আর বুমরাহ তো নিঃসন্দেহে সেই ছবির অংশ।”

ভারত আগামী ২ অক্টোবর আহমেদাবাদে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট ম্যাচ খেলবে। টেন ডোয়েশকাটে মনে করেন, এশিয়া কাপে বুমরাহর কিছুটা বাড়তি ওভার বোলিং আসন্ন লাল বলের ম্যাচের জন্য ভালো প্রস্তুতি হবে।

উল্লেখ্য, পাকিস্তানের বিপক্ষে ম্যাচে চার ওভারে ৪৫ রান খরচ করেছিলেন বুমরাহ। বাংলাদেশের ম্যাচের আগে তিনি ঐচ্ছিক অনুশীলনে অংশ নেননি। তার সঙ্গে ছিলেন অলরাউন্ডার হার্দিক পান্ডিয়াও। তবে এখন পর্যন্ত এশিয়া কাপে প্রতিটি ইনিংসেই বোলিং আক্রমণ শুরু করেছেন বুমরাহ। প্রায়ই পাওয়ার প্লেতে তিন ওভার করে বোলিং করায় ডেথ ওভারে ভারতের বিকল্প সীমিত হচ্ছে। টুর্নামেন্টে ভারত এখন পর্যন্ত দ্বিতীয় সর্বাধিক খরুচে দল ডেথ ওভারে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top