বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫, ৯ আশ্বিন ১৪৩২

বাংলাদেশ-ভারত আজ মুখোমুখি: ফাইনালে কে, পরিসংখ্যান বনাম তারুণ্য!

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০২৫, ১১:৪৩

সংগৃহীত

ক্রিকেটপ্রেমীদের অপেক্ষার অবসান ঘটিয়ে এশিয়া কাপের সুপার ফোরে আজ মুখোমুখি হচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী বাংলাদেশ ও ভারত। ফাইনালে ওঠার লড়াইয়ে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ রাত সাড়ে ৮টায় শুরু হবে এই মহাগুরুত্বপূর্ণ ম্যাচ।

টুর্নামেন্টে ভারত এখন পর্যন্ত অপরাজিত। অন্যদিকে প্রথম পর্বে শ্রীলঙ্কার কাছে হারলেও সুপার ফোরে তাদের হারিয়ে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। তাই আত্মবিশ্বাসী টাইগাররা।

তবে টি-টোয়েন্টিতে ভারতের বিপক্ষে বাংলাদেশের রেকর্ড খুব একটা ভালো নয়। দুই দলের ১৭ ম্যাচে বাংলাদেশের জয় মাত্র একটি। এশিয়া কাপেও দুই দলের ১৫ ম্যাচের মধ্যে ভারত জিতেছে ১৩টি।

তবে এবার বাংলাদেশ খেলছে দলের সেরা তারকা সাকিব আল হাসানকে ছাড়াই। এটাই এখন তরুণ ক্রিকেটারদের জন্য নতুন ইতিহাস লেখার এক সুবর্ণ সুযোগ। সামাজিক যোগাযোগমাধ্যমে উত্তেজনা যতই থাকুক, শেষ হাসি হাসবে কোন দল, তা নির্ধারিত হবে মাঠের ২২ গজে।



বিষয়: Statistics


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top