৭৫ বছরে প্রথম এত বিধ্বস্ত রিয়াল মাদ্রিদ
স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১২:২৯

রিয়াল মাদ্রিদ নতুন কোচ ও পরিবর্তিত স্কোয়াড নিয়ে শক্ত ফর্মে নামলেও মাদ্রিদ ডার্বিতে বড় ধাক্কা খেল লস ব্লাঙ্কোসরা। টানা ছয় জয়ের পরে অ্যাতলেটিকো মাদ্রিদ’র মুখোমুখি হওয়া রিয়াল হেরে যায় ৫-২ গোলে। এর ফলে ৭৫ বছরে প্রথমবার রিয়াল মাদ্রিদ এত বেশি গোল হজম করল।
অ্যাটলেটিকোর হয়ে হুলিয়ান আলভারেজ জোড়া গোল করেন, আর রবিন লে নরমান্দ, আলেক্সান্ডার সোরলোথ এবং আঁতোয়ান গ্রিজম্যান একটি করে গোল করেন। রিয়ালের পক্ষে ব্যবধান কমান কিলিয়ান এমবাপে ও আর্দা গুলার।
ম্যাচের সংক্ষিপ্ত বিবরণ:
-
১৪ মিনিটে প্রথম গোল: লে নরমান্দ (অ্যাটলেটিকো)
-
২৪ মিনিটে সমতা: এমবাপে (রিয়াল)
-
৩৬ মিনিটে লিড: গুলার (রিয়াল)
-
৪৫+ মিনিটে সমতা: সোরলোথ (অ্যাটলেটিকো)
-
দ্বিতীয়ার্ধে আলভারেজ করেন পেনাল্টি এবং ফ্রি-কিক গোল (৬৩ মিনিটে)
-
যোগ করা সময়ে গ্রিজম্যান নিশ্চিত করেন অ্যাতলেটিকোর জয়
ম্যাচ পরেও লা লিগার পয়েন্ট টেবিলের শীর্ষে আছে রিয়াল মাদ্রিদ (৭ ম্যাচে ১৮ পয়েন্ট)। এক ম্যাচ কম খেলে বার্সেলোনা ১৬ পয়েন্ট নিয়ে দুইয়ে। অ্যাতলেটিকো ৭ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে চারে অবস্থান করছে।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।