রবিবার, ৫ অক্টোবর ২০২৫, ২০ আশ্বিন ১৪৩২

২০ রানে শেষ ৭ উইকেট হারিয়ে দেড়শর আগেই অলআউট পাকিস্তান

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০০:৩৬

ছবি: সংগৃহীত

দুবাইয়ে ফাইনালের চাপ সামলে উড়ন্ত সূচনা করেছিল পাকিস্তান। শাহিবজাদা ফারহানের ঝোড়ো ফিফটিতে ভর করে শক্ত ভিতও পেয়েছিল তারা। তবে ইনিংসের মাঝপথেই যেন ধস নামে! মাত্র ২০ রানের ব্যবধানে হারায় শেষ ৭ উইকেট। ফলে দেড়শর আগেই ১৯.১ ওভারে ১৪৬ রানে গুটিয়ে যায় পাকিস্তান।

 

পাকিস্তানের হয়ে সর্বোচ্চ রান এসেছে ওপেনার শাহিবজাদা ফারহানের ব্যাট থেকে—মাত্র ৩৮ বলে ঝোড়ো ৫৭। তার সঙ্গী ফখর জামান খেলেছেন ৩৫ বলে ৪৬ রানের ইনিংস। তবে এ দুজন ছাড়া আর কেউই দাঁড়াতে পারেননি ক্রিজে। প্রথম তিন ব্যাটার ছাড়া বাকিদের কেউই দুই অঙ্কে পৌঁছাতে পারেননি।

 

শুরুটা অবশ্য ছিল দুর্দান্ত। ফারহান ও ফখরের উদ্বোধনী জুটিতে আসে ৮৪ রান। নতুন বলে জাসপ্রিত বুমরাহ কিংবা মাঝের ওভারে কুলদিপ যাদব—দুজনকেই স্বাচ্ছন্দ্যে খেলেছিলেন ফারহান। ৩৫ বলে তুলে নেন ফিফটি। কিন্তু তিনি ফিরতেই ব্যাটিং লাইনআপে নামে ধস।

 

মধ্য ও নিম্ন-ক্রমের ব্যাটাররা একের পর এক উইকেট বিলিয়ে দেন। মোহাম্মদ হারিস, সালমান আলি আগাদের ব্যর্থতায় ব্যাকফুটে চলে যায় পাকিস্তান। শেষদিকে মাত্র ২০ রান তুলতে হারায় ৭ উইকেট।

 

ফাইনালে প্রতিপক্ষ ভারতের বোলাররা দারুণভাবে ফিরে এসে ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছেন। এখন দেখার বিষয়, এই রান তারা কতটা লড়াইযোগ্য করে তুলতে পারে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top