রবিবার, ৫ অক্টোবর ২০২৫, ২০ আশ্বিন ১৪৩২

পুরস্কার না নিলেও চ্যাম্পিয়ন হওয়ার আনন্দই বড় ভারতের কাছে

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৩৬

ছবি: সংগৃহীত

এশিয়া কাপের শিরোপা জয়ের পর এক ভিন্ন দৃশ্যের সাক্ষী হলো ক্রিকেটপ্রেমীরা। ম্যাচ শেষে মঞ্চে পুরস্কার গ্রহণ করতে ওঠেননি ভারতীয় দলের ক্রিকেটাররা। সঞ্চালক সাইমন ডুল জানান, ভারতীয় দল পুরস্কার নেবে না। ফলে মঞ্চ ছেড়ে চলে যান প্রধান অতিথি নাকভি ও অন্যান্য অতিথিরা।

 

এরপর অদৃশ্য ট্রফি নিয়েই নিজেদের মতো করে উদযাপন করে ভারতীয় ক্রিকেটাররা। সংবাদ সম্মেলনে এ নিয়ে রসিকতা করেন সূর্যকুমার যাদব ও অভিষেক শর্মা।

 

ভারতীয় অধিনায়ক বলেন, “ট্রফি না পেলেও চ্যাম্পিয়ন হওয়ার আনন্দই আমাদের কাছে সবচেয়ে বড়। ম্যাচ শেষে দেখেছেন হয়তো, বড় পর্দায় লেখা ছিল—‘ভারত: এশিয়া কাপ ২০২৫ চ্যাম্পিয়ন।’ এর চেয়ে ভালো আর কী হতে পারে! যতগুলো বোর্ড আছে, সবখানেই লেখা থাকবে ভারত চ্যাম্পিয়ন। খেলি তো এসব মুহূর্তের জন্যই।”

 

অদৃশ্য ট্রফি নিয়েই আনন্দে মেতে ওঠা ভারতীয় দলের উদযাপন এবার ভিন্ন মাত্রা যোগ করেছে এশিয়া কাপকে।

 



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top