রবিবার, ১৯ অক্টোবর ২০২৫, ৪ কার্তিক ১৪৩২

রোহিত-কোহলির দুঃস্বপ্নের প্রত্যাবর্তন

ওলিউল্লাহ তুহিন | প্রকাশিত: ১৯ অক্টোবর ২০২৫, ১৫:০১

সংগৃহীত

দীর্ঘ ২২৩ দিন পর আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তনটা স্মরণীয় হলো না ভারতের দুই অভিজ্ঞ ক্রিকেটার রোহিত শর্মা ও বিরাট কোহলির জন্য। অস্ট্রেলিয়ার বিপক্ষে পার্থে অনুষ্ঠিত তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচেই চরম ব্যর্থতার পরিচয় দিয়েছেন এই দুই কিংবদন্তি। ব্যাট হাতে কোনো ইতিবাচক ছাপ না রেখেই ফিরেছেন সাজঘরে।

‎টস হেরে ব্যাট করতে নেমে শুরু থেকেই অজি পেসারদের তোপে পড়ে ভারত। দলের সাবেক অধিনায়ক রোহিত শর্মা ইনিংস উদ্বোধনে নামেন, তবে খুব বেশি সময় টিকতে পারেননি। জশ হ্যাজেলউডের দুর্দান্ত এক ডেলিভারিতে স্লিপে ক্যাচ দিয়ে মাত্র ১৪ বল খেলে ৮ রানে আউট হন তিনি। এরপর ব্যাট হাতে নামেন বিরাট কোহলি। কিন্তু প্রত্যাবর্তনের ম্যাচে হতাশ করলেন তিনিও।

‎কোহলি খেলেন ৮ বল, তবে রানের খাতা খুলতে পারেননি। মিচেল স্টার্কের এক দুর্দান্ত ইনসুইং ডেলিভারিতে ড্রাইভ করতে গিয়ে কভারে সহজ ক্যাচ তুলে দেন তিনি। অস্ট্রেলিয়ার মাটিতে এটি ছিল কোহলির ৩০তম ওয়ানডে, আর এই প্রথমবার এখানে ‘ডাক’ মেরে ফিরলেন তিনি।

‎শুধু রোহিত-কোহলি নয়, ব্যর্থ হয়েছেন দলের নতুন ওয়ানডে অধিনায়ক শুভমান গিলও। তিনিও বড় কিছু করতে পারেননি, ১৮ রান করে আউট হন। ফলে ম্যাচের শুরুতেই বড় ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে ভারত।

‎উল্লেখ্য, রোহিত শর্মা ও বিরাট কোহলি চলতি বছরের ৯ মার্চের পর আর কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলেননি। টেস্ট ও টি-টোয়েন্টি থেকে আগেই অবসর নেওয়া এই দুই অভিজ্ঞ ক্রিকেটার ওয়ানডে দিয়েই আবার আন্তর্জাতিক ক্রিকেটে ফিরলেন। তবে তাদের প্রত্যাবর্তনের এই ম্যাচটি রূপ নিল এক দুঃস্বপ্নে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top