বদলে গেল পাকিস্তানের ওয়ানডে ক্যাপ্টেন; রিজওয়ানকে সরিয়ে দায়িত্বে আফ্রিদি

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২১ অক্টোবর ২০২৫, ১৬:০০

সংগৃহীত

বদলে গেল পাকিস্তানের ওয়ানডে ক্রিকেটের নেতৃত্ব। মোহাম্মদ রিজওয়ানকে সরিয়ে নতুন অধিনায়ক করা হলো ফাস্ট বোলার শাহিন শাহ আফ্রিদিকে। রাওয়ালপিন্ডি টেস্টের প্রথম দিনের খেলার পরই পাকিস্তান ক্রিকেট বোর্ড এই অধিনায়ক বদলের কথা জানিয়েছে।

২০২৪ সালে রিজওয়ানকে ওয়ানডে অধিনায়ক করা হয়েছিল। অস্ট্রেলিয়া, জিম্বাবোয়ে এবং দক্ষিণ আফ্রিকায় তার নেতৃত্বেই জিতেছিল দল। কিন্তু ঘরের মাঠে ও চ্যাম্পিয়ন্স ট্রফিতে খারাপ ফলের জন্য তিনি চাপে ছিলেন।

পাক বোর্ডের বিবৃতিতে রিজওয়ানকে সরানোর কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি। জানানো হয়েছে, ইসলামাবাদে নির্বাচক ও সাদা বলের কোচ মাইক হেসনের আলোচনার পরই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন অধিনায়ক হওয়ার দৌড়ে আফ্রিদিই সবচেয়ে এগিয়ে ছিলেন। বোর্ড জানিয়েছে, যাকে নতুন দায়িত্ব দেওয়া হলো, ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত তিনিই দলের নেতৃত্ব দেবেন।

তবে মজার বিষয় হলো, ২০২৪ সালের জানুয়ারিতে আফ্রিদিকে টি-টোয়েন্টি দলের অধিনায়ক করা হলেও নিউজিল্যান্ডের কাছে সিরিজ হারার পর তাকেও সরিয়ে দেওয়া হয়েছিল রিজওয়ানের মতোই।

এবার ওয়ানডে দলের দায়িত্ব পেলেন এই পেসার। টি-টোয়েন্টিতে বর্তমানে বাবর আজমই আবার নেতৃত্ব দিচ্ছেন। এই ঘন ঘন নেতৃত্ব বদল দলের ওপর কী প্রভাব ফেলে, সেটাই এখন দেখার।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top