ভারতীয় অ্যাথলেটের ঝুলন্ত মরদেহ উদ্ধার
স্পোর্টস ডেক্স | প্রকাশিত: ২৭ অক্টোবর ২০২৫, ১৪:১৫
ভারতের মধ্যপ্রদেশে নিজ বাড়িতে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে আন্তর্জাতিক জুজুৎসু খেলোয়াড় এবং মার্শাল আর্ট কোচ রোহিণী কালামের মরদেহ। স্থানীয় পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, এটি আত্মহত্যা।
৩৫ বছর বয়সী রোহিণী এশিয়ান গেমসে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেছেন এবং বার্মিংহামের ওয়ার্ল্ড গেমসে একমাত্র ভারতীয় অ্যাথলেট হিসেবে অংশ নিয়েছিলেন। এশিয়ান জুজুৎসু চ্যাম্পিয়নশিপে তিনি একাধিক পদকও জিতেছেন।
প্রতিবেশীরা জানিয়েছেন, রাধাগঞ্জের অর্জুন নগরের বাড়িতে রোহিণীকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তার বোন। পরে তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার সময় তার বাবা-মা বাড়িতে ছিলেন না।
রোহিণীর বোন রোশনি জানিয়েছেন, তিনি একটি বেসরকারি স্কুলে কোচিং করতেন এবং চাকরি সংক্রান্ত চাপের মধ্যে ছিলেন। “চাকরি নিয়ে চিন্তায় ছিল সে। সহকর্মীরাও বিরক্ত করেছিল। স্কুলের প্রিন্সিপালও এতে যুক্ত ছিল,” বলেন রোশনি।
রোহিণী পাঁচ ভাইবোনের মধ্যে বড় ছিলেন। তার স্বপ্ন ছিল আইপিএস অফিসার হওয়া। গত দুই বছর ধরে তিনি বিক্রম পুরস্কারের জন্য চেষ্টা করছিলেন, কিন্তু মনোনীত হননি।
নিফ্লা৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।