মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২

ভারতীয় ব্যাটার শ্রেয়াস আইয়ার আইসিইউতে

স্পোর্টস ডেক্স | প্রকাশিত: ২৭ অক্টোবর ২০২৫, ১৫:৪৯

সংগৃহীত

ভারতের অভিজ্ঞ ব্যাটার শ্রেয়াস আইয়ার অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের তৃতীয় ওয়ানডেতে চোটের কারণে গুরুতরভাবে আহত হয়েছেন। ম্যাচের প্রথম ইনিংসে অ্যালেক্স ক্যারির ক্যাচ নেওয়ার সময় দৌড়াতে গিয়ে তিনি পাঁজরের কাছে ব্যথা অনুভব করেন এবং পরে সিডনির একটি হাসপাতালে ভর্তি হন। বর্তমানে তিনি আইসিইউতে রয়েছেন।

ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) জানিয়েছে, আইয়ার শারীরিকভাবে স্থিতিশীল আছেন এবং ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। স্ক্যানের পরে তার প্লীহায় চিড় ধরা পড়েছে। চিকিৎসা সিডনির স্থানীয় ও ভারতের বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শে চলছে। দলের একজন চিকিৎসক প্রতিদিন তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করবেন।

ঘটনাস্থলেই ম্যাচটি শেষ করতে পারেননি আইয়ার। ভারত ঐ ম্যাচে জয়ী হলেও ওয়ানডে সিরিজে শেষ পর্যন্ত ২-১ ব্যবধানে হেরেছে। বর্তমানে ৩১ বছর বয়সী ব্যাটারের মাঠে ফেরা কবে সম্ভব হবে, তা এখনও অনিশ্চিত। বিসিসিআই জানিয়েছে, তার পুনর্বাসন দীর্ঘ সময় লাগতে পারে।

আইয়ারের অনুপস্থিতিতে ভারতের টি-টোয়েন্টি দল ইতোমধ্যেই ক্যানবেরায় পৌঁছেছে, যেখানে মঙ্গলবার থেকে শুরু হবে অনুশীলন। বুধবার থেকে অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে। এই দলে শ্রেয়াস আইয়ার থাকছেন না।

ভারতের পরবর্তী ওয়ানডে সিরিজ অনুষ্ঠিত হবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে, যা শুরু হবে আগামী ৩০ নভেম্বর রাঁচিতে। তবে সেই সিরিজে তার খেলার সম্ভাবনা এখনও অনিশ্চিত।

নিফ্লা৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top