সোমবার, ২৭ অক্টোবর ২০২৫, ১২ কার্তিক ১৪৩২

একাদশে টস হেরে বোলিংয়ে বাংলাদেশ

স্পোর্টস ডেক্স | প্রকাশিত: ২৭ অক্টোবর ২০২৫, ১৮:৩০

সংগৃহীত

ক্যারিবীয়দের বিপক্ষে ওয়ানডেতে সাফল্যের পর এবার বাংলাদেশের সামনে টি-টোয়েন্টি চ্যালেঞ্জ। চট্টগ্রামে তিন ম্যাচের সিরিজের প্রথম ম্যাচ শুরু হতে যাচ্ছে কিছুক্ষণের মধ্যে। টস জিতে ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শাই হোপ প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন।

উইকেটে হালকা ঘাস থাকলেও সূর্যের তাপে এটি ধীরে ধীরে ব্যাটসম্যানদের উপযোগী হয়ে উঠছে। ওয়েস্ট ইন্ডিজের ওপেনিংয়ে থাকছেন ব্র্যান্ডন কিং ও আলিক আতানাজে, তিন নম্বরে নিজে ব্যাট করবেন অধিনায়ক হোপ। এছাড়া পাওয়ারহিটিং দায়িত্বে রয়েছেন শারফেন রাদারফোর্ড, রস্টন চেজ ও রোভম্যান পাওয়েল। অভিজ্ঞ জেসন হোল্ডার ও অলরাউন্ডার রোমারিও শেফার্ড নিচের দিকে দায়িত্বে থাকবেন। বোলিংয়ে স্পিন আক্রমণে রয়েছেন আকিল হোসেইন ও খারি পিয়েরে, পেস আক্রমণে নেতৃত্ব দিচ্ছেন জেডেন সিলস।

বাংলাদেশ দলে এসেছে কিছু পরিবর্তন ও নতুন ভারসাম্য। অধিনায়কত্বের দায়িত্বে ফিরেছেন লিটন দাস, যিনি উইকেটরক্ষক হিসেবেও দলের নেতৃত্ব দেবেন। ওপেনিংয়ে আছেন তানজিদ হাসান তামিম, মিডল অর্ডারের দায়িত্বে রয়েছেন সাইফ হাসান, তাওহীদ হৃদয় ও নুরুল হাসান। নিচের দিকে ব্যাট করবেন শামীম হোসেন ও লেগ-স্পিনার রিশাদ হোসেন। পেস আক্রমণে আছেন তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব ও মুস্তাফিজুর রহমান, স্পিনে খেলবেন নাসুম আহমেদ।

হোম কন্ডিশনে এটি বাংলাদেশের তরুণদের জন্য নিজেদের প্রমাণ করার বড় সুযোগ। ওয়েস্ট ইন্ডিজের শক্তিশালী ব্যাটিং লাইনআপকে চাপে রাখতে শুরু থেকেই প্রয়োজন নিখুঁত পরিকল্পনা ও শৃঙ্খলাবদ্ধ বোলিং। আজকের ম্যাচ কেবল জয়-পরাজয়ের লড়াই নয়, বরং আত্মবিশ্বাস ও নতুন করে গড়ে ওঠার এক বাস্তব পরীক্ষা।

আজকের একাদশ:

ওয়েস্ট ইন্ডিজ : ব্র্যান্ডন কিং, আলিক আতানাজে, শাই হোপ (অধিনায়ক ও উইকেটরক্ষক), শারফেন রাদারফোর্ড, রস্টন চেজ, রোভম্যান পাওয়েল, জেসন হোল্ডার, রোমারিও শেফার্ড, আকিল হোসেইন, খারি পিয়েরে, জেডেন সিলস।

বাংলাদেশ : লিটন দাস (অধিনায়ক ও উইকেটরক্ষক), তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, তাওহীদ হৃদয়, নুরুল হাসান, শামীম হোসেন, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান।

নিফ্লা৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top