সোমবার, ১ ডিসেম্বর ২০২৫, ১৭ অগ্রহায়ণ ১৪৩২

যেসব তারকা দল পাননি বিপিএলে

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ১ ডিসেম্বর ২০২৫, ১৬:০৫

সংগৃহীত

শেষ হয়েছে বহুল প্রতীক্ষিত বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)-এর নিলাম। দেশি-বিদেশি অনেক তারকা ক্রিকেটার দল পেয়েছেন, তেমনি অনেক ক্রিকেটার যারা টি-টোয়েন্টি ফরম্যাটে কার্যকরী হলেও দল পায়নি।

রোববার নিলামে মোট ৮৮ জন ক্রিকেটার বেচা-কেনা হয়েছে। নিলামের আগে ২৩ জন ক্রিকেটার সরাসরি চুক্তিতে দল পেয়েছিলেন। প্রতিটি দলকে নিলামে সর্বনিম্ন ১২ জন স্থানীয় ও ২ জন বিদেশি ক্রিকেটার কেনার নিয়ম মেনে চলতে হয়েছে। নিলামে স্থানীয় ও বিদেশি মিলিয়ে প্রায় চারশর ক্রিকেটার অংশগ্রহণ করেছিলেন।

তাদের মধ্যে উল্লেখযোগ্য অনেক ক্রিকেটার দল পায়নি। বিশেষ করে বিদেশি ক্রিকেটারদের মধ্যে ছিলেন- আমের জামাল, মোহাম্মদ হারিস, মোহাম্মদ ওয়াসিম, চারিথ আসালঙ্কা, মাথিশা পাথিরানা, ধনঞ্জয়া ডি সিলভা, দুনিথ ভেল্লালাগে, জেফরি ভেন্ডারস, চামিকা করুনারত্নে, দীনেশ চান্দিমাল, ওয়েন পার্নেল, শান মাসুদ, সালমান আলী আগা, শোয়েব মালিক ও পিযূষ চাওলা।

বিদেশি ক্রিকেটার কেনার জন্য দলগুলো সর্বোচ্চ ৩ লাখ ৫০ হাজার ডলার খরচ করতে পারত। তবে নোয়াখালী এক্সপ্রেস, রংপুর রাইডার্স ও রাজশাহী ওয়ারিয়র্স কেউই ৫০ হাজার ডলারের বেশি খরচ করেনি। সর্বোচ্চ ৭৫ হাজার ডলার খরচ করেছে ঢাকা ক্যাপিটালস, যারা নিলাম থেকে একমাত্র তিনজন বিদেশি ক্রিকেটার নিয়েছে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top