মুস্তাফিজ বিতর্কে ভারতে বিশ্বকাপ খেলা নিয়ে সন্দেহ, মুখ খুললেন হরভজন
স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ৭ জানুয়ারী ২০২৬, ১৭:০২
আইপিএল থেকে বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার সিদ্ধান্ত যে শুধু ক্রিকেটীয় ইস্যুতে সীমাবদ্ধ নেই, তা ক্রমেই স্পষ্ট হচ্ছে। এই ঘটনার রেশ গিয়ে পড়েছে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপেও। ভারতের মাটিতে অনুষ্ঠিতব্য টুর্নামেন্টে অংশগ্রহণ নিয়ে অনীহা প্রকাশ করেছে বাংলাদেশ, যা ভারতীয় ক্রিকেট মহলকে নতুন করে চাপে ফেলেছে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছে চিঠি পাঠিয়ে বিষয়টি জানিয়েছে। সেখানে ভারতের পরিবর্তে অন্য কোনো দেশে বাংলাদেশের ম্যাচ আয়োজনের অনুরোধ জানানো হয়েছে। উল্লেখযোগ্য বিষয় হলো, এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের যৌথ আয়োজক ভারত ও শ্রীলংকা।

এমন পরিস্থিতিতে মুখ খুলেছেন ভারতের সাবেক স্পিনার হরভজন সিং। তাঁর মতে, সাম্প্রতিক ঘটনাপ্রবাহের পর বাংলাদেশ ভারতে খেলতে অনাগ্রহী হওয়াটা অস্বাভাবিক নয়। হরভজন বলেন, “গত কয়েক দিনে যা ঘটেছে, তার পর বাংলাদেশ ভারতে আসতে চায় না। বাংলাদেশে যা হয়েছে, তা ভুল। এখন আইসিসিকেই তাদের অনুরোধের বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে। ভারত সবাইকে স্বাগত জানায়, কিন্তু তারা আসতে চায় কি না—সেটা তাদের নিজস্ব সিদ্ধান্ত।”
এর আগে আইপিএল নিলামে কলকাতা নাইট রাইডার্স ৯ কোটি ২০ লাখ রুপিতে মোস্তাফিজুর রহমানকে দলে নেয়। বিশ্বকাপের মৌসুম সামনে রেখে এই চুক্তিকে গুরুত্বপূর্ণ বলেই ধরা হচ্ছিল। তবে নিলামের কয়েক সপ্তাহ পরই নাটকীয়ভাবে পরিস্থিতির পরিবর্তন ঘটে।
বিসিসিআইয়ের সচিব দেবজিৎ সাইকিয়া জানান, ‘সাম্প্রতিক পরিস্থিতি’র কারণে কেকেআরকে মোস্তাফিজকে ছেড়ে দিতে বলা হয়েছে। যদিও কী ধরনের পরিস্থিতির কথা বলা হচ্ছে, তা স্পষ্ট করা হয়নি। পরে কেকেআরের পক্ষ থেকে জানানো হয়, বিসিসিআইয়ের নির্দেশ মানা ছাড়া তাদের আর কোনো বিকল্প ছিল না।
আইপিএলের ইতিহাসে এত আগে কোনো চুক্তিবদ্ধ খেলোয়াড়কে ফিটনেস বা শৃঙ্খলাজনিত কারণ ছাড়া বাদ দেওয়ার নজির নেই। ফলে বিষয়টি এখন কেবল ক্রিকেটীয় সিদ্ধান্ত হিসেবে নয়, বরং কূটনৈতিক ও রাজনৈতিক প্রেক্ষাপটেও আলোচিত হচ্ছে।
মোস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার দিনই জরুরি বৈঠকে বসে বিসিবি। একই সঙ্গে বাংলাদেশ সরকার পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দেশে আইপিএলের সম্প্রচার বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।