ঢাকাই সিনেমার অভিনেত্রী প্রিয়াঙ্কা জামান মা হতে যাচ্ছেন
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১৪ জানুয়ারী ২০২৬, ১১:৫৪
ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা জামান প্রথমবারের মতো মা হতে যাচ্ছেন। এই সুখবরটি তিনি নিজেই দৈনিক যায়যায়দিন-কে নিশ্চিত করেছেন।
প্রিয়াঙ্কা জামান বলেন,
“প্রথমবার মা হতে যাচ্ছি—এই অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো না। এই সুখবরে আমাদের দুই পরিবারেই আনন্দের বন্যা বইছে। আমি সবার কাছে দোয়া চাই।”
গত ৯ নভেম্বর পুরান ঢাকায় পরিবারের সদস্যদের উপস্থিতিতে প্রিয়াঙ্কা জামানের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। তার স্বামীর নাম রাকিবুল হাসান। তিনি নারায়ণগঞ্জের সন্তান এবং পেশায় একজন ব্যবসায়ী। বিয়ের পরদিনই নবদম্পতি পবিত্র ওমরা পালনের উদ্দেশ্যে সৌদি আরব যান।
ছোট ও বড় পর্দায় নিয়মিত কাজ করছেন প্রিয়াঙ্কা জামান। তার সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘যেমন জামাই তেমন বউ’। এছাড়া মুক্তিপ্রাপ্ত ও মুক্তির অপেক্ষায় থাকা সিনেমাগুলোর মধ্যে রয়েছে ‘কী করে বলব তোমায়’, ‘যন্ত্রণা’ এবং ‘তবুও প্রেম দামি’।
প্রিয়াঙ্কা জামানের ভক্তরা এই খবরকে স্বাগত জানিয়েছেন এবং তার জন্য শুভকামনার ঝড় বইছে সোশ্যাল মিডিয়ায়।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।