মঙ্গলবার, ৬ মে ২০২৫, ২৩ বৈশাখ ১৪৩২

দেশে ফিরেছে আর্চারি বিশ্বকাপে রৌপ্য জয়ী বাংলাদেশ দল

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ২৫ মে ২০২১, ১৮:৪৮

দেশে ফিরেছে আর্চারি বিশ্বকাপে রৌপ্য জয়ী বাংলাদেশ দল
সুইজারল্যান্ড থেকে দেশে ফিরেছে বিশ্বকাপে রৌপ্য জয়ী বাংলাদেশ আর্চারি দল।
 
মঙ্গলবার (২৫ মে) ভোরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায় ১২ সদস্যের দলটি।
 
ফুল দিয়ে তাদের বরণ করে নেয় বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ)।
 
সুইজারল্যান্ডের লুজানে বিশ্বকাপ আরচারির রিকার্ভ মিশ্র ইভেন্টে রৌপ্য পদক জেতেন রোমান সানা ও দিয়া সিদ্দিকী জুটি।
 
দেশের জন্য এই বিশাল সম্মাননা অর্জন করতে পেরে অনেক আনন্দিত বলে জানান তারা।
 
সুযোগ সুবিধা পেলে আগামীতে এই প্রচেষ্টা অব্যাহত রাখতে চান দেশসেরা এই আরচার জুটি।
 
এনএফ৭১/আরএইচ/২০২১



পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top