• ** জাতীয় ** আমরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করেছি : শেখ হাসিনা ** আবারও তিন দিনের ‘হিট অ্যালার্ট’ জারি ** চুয়াডাঙ্গায় হিট স্ট্রোকে দুই নারীর মৃত্যু ** ইউআইইউ ক্যাম্পাসে ‘কৃত্রিম বৃষ্টি’ নিয়ে তোলপাড় সারাদেশ ** সিলেটে মসজিদে যাওয়ার পথে বজ্রপাতে ইমামের মৃত্যু ** নরসিংদীতে হিট স্ট্রোকে যুবকের মৃত্যু ** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন : https://www.newsflash71.com ** সব ধরনের ভিডিও দেখতে ভিজিট করুন : youtube.com/newsflash71 ** লাইক দিন নিউজফ্ল্যাশের ফেসবুক পেইজে : fb/newsflash71bd **


এক চার্জে ২৮ ঘণ্টা চলবে জাব্রা এলিট ৫-ইয়ারবাড

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৯ ফেব্রুয়ারী ২০২৩, ০৮:২০

এবার ট্রু ওয়্যারলেস সংস্থা জেব্রা ভারতে লঞ্চ করলো জাব্রা এলিট ৫টিভিএস ইয়ারবাড। এই অডিও ডিভাইসটিতে অনেকগুলো প্রিমিয়াম স্পেসিফিকেশন এবং ফিচার রয়েছে। এই ইয়ারবাডের সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে একসঙ্গে দুটি ডিভাসে কানেক্ট করা যাবে ইয়ারবাডটি। ইয়ারবাডগুলো এক চার্জে ২৮ ঘণ্টা পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ দেয়। এতে IP55 রেটেড ওয়াটার রেজিস্ট্যান্স রয়েছে। এটি টাইটানিয়াম কালো এবং সোনার বেইজ এই দু’টি রঙে কিনতে পারবেন। জাব্রা এলিট ৫ ইয়ারবাডটির দাম ভারতে ১৪ হাজার ৯৯৯ টাকা। বাংলাদেশি মুদ্রায় যা পাওয়া যাবে ১৯ হাজার ৫০০ টাকায়।

আরও পড়ুন : যেভাবে টবে চাষ করবেন গোলাপ ফুল

জাব্রা এলিট ৫-ইয়ারবাডটিতে কোয়ালকম এপিটিএক্স অডিও সাপোর্টসহ ৬এমএম ড্রাইভার প্যাক রয়েছে। এতে ফিডব্যাক মাইক্রোফোন এবং ফিডফরওয়ার্ড মাইক্রোফোনের সাহায্যে হাইব্রিড অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন ফিচার দেওয়া হয়েছে। এটিতে হার্টথ্রু প্রযুক্তি রয়েছে। ট্রু ওয়্যারলেস ইয়ারবাডটিতে একটি ৬-মাইক সেটআপ এবং কোয়ালকম কিউসিসি ৩০৫০ ব্লুটুথ চিপসেট দেওয়া হয়েছে। জাব্রা সাউন্ড+ অ্যাপ থেকে ইকিউ সেটিংস কাস্টমাইজ করতে পারেন। এমনকি এতে স্পোটিফাই ট্যাপ প্লেব্যাক ব্যবহার করতে পারবেন ব্যবহারকারী।

এতে ব্লুটুথ ৫.২ সাপোর্ট করে। এটিকে একই সময় দু’টি ডিভাইসের সঙ্গে কানেক্ট করতে পারবেন। দ্রুত পেয়ার করার জন্য এতে রয়েছে গুগল ফাস্ট পেয়ার এবং মাইক্রোসফট সুইফট পেয়ার ফিচার। ইয়ারবাডগুলো গুগল অ্যাসিস্ট্যান্ট এবং অ্যালেক্সাকে সাপোর্ট করে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top