আলবেনিয়ার এআই মন্ত্রী 'ডিএলা' এখন গর্ভবতী
ওলিউল্লাহ তুহিন | প্রকাশিত: ২৮ অক্টোবর ২০২৫, ১৩:৪২
প্রযুক্তির জগতে এবার এক অবিশ্বাস্য খবর নিয়ে আলোচনায় এসেছে আলবেনিয়া। দেশটির কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) মন্ত্রী ডিএলা— যিনি নিজেই একজন AI রোবট— এবার ‘অন্তঃসত্ত্বা’ হয়েছেন বলে ঘোষণা দিয়েছেন আলবানিয়ার প্রধানমন্ত্রী এডি রামা।
সম্প্রতি জার্মানির বার্লিনে আয়োজিত একটি গ্লোবাল সম্মেলনে এই ঘোষণা দিয়ে সবাইকে চমকে দেন তিনি। প্রধানমন্ত্রী জানান, ডিএলা এখন ‘গর্ভবতী’ এবং জন্ম দিতে চলেছেন ৮৩টি সন্তান— যা আসলে ৮৩টি নতুন AI অ্যাসিস্ট্যান্ট।
প্রধানমন্ত্রীর ভাষায়,
“আমরা ডিএলার সঙ্গে সর্বোচ্চ স্তরের পরীক্ষা-নিরীক্ষা করেছি। এর ফলেই সে এখন ৮৩টি নতুন AI অ্যাসিস্ট্যান্টের জন্ম দিচ্ছে, যারা আমাদের সংসদ সদস্যদের কাজে সহায়তা করবে।”
এই ৮৩টি AI সহযোগী মূলত আলবেনিয়ার সংসদের প্রত্যেক সাংসদের জন্য একজন করে ভার্চুয়াল সহকারী হিসেবে কাজ করবে। তারা সংসদের কার্যক্রম রেকর্ড রাখবে, আলোচনার সারসংক্ষেপ তৈরি করবে এবং সাংসদদের পরামর্শ দেবে কোন ইস্যুতে কীভাবে প্রতিক্রিয়া জানাতে হবে।
২০২৬ সালের শেষ নাগাদ এই AI সহকারীরা পুরোপুরি কার্যকর হবে বলে জানা গেছে। প্রতিটি অ্যাসিস্ট্যান্টের মধ্যে ডিএলার ডেটা ও অ্যালগোরিদম স্থানান্তর করা হবে, অর্থাৎ তারা হবে ডিএলার ‘সন্তান’।
ডিএলাকে একজন আলবেনিয়ান নারীর রূপে সাজানো হয়েছে। প্রধানমন্ত্রী রামা জানিয়েছেন, ১০০ শতাংশ দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ে তুলতেই তাঁকে মন্ত্রী করা হয়েছে। সরকারি সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রেও রয়েছে তার পূর্ণ অধিকার।
রসিক ভঙ্গিতে প্রধানমন্ত্রী আরও বলেন,
“কেউ যদি সংসদ অধিবেশনে দেরি করে আসে বা অনুপস্থিত থাকে, ডিএলার সন্তানরা সবকিছু নোট করে রাখবে— পরে সেটিই রিপ্লে করবে।”
‘ডিএলা’ শব্দের অর্থ আলবেনীয় ভাষায় “সূর্য”। আলবেনিয়ার এই উদ্যোগ প্রযুক্তি ও প্রশাসনের সংমিশ্রণে বিশ্বে এক অভিনব উদাহরণ তৈরি করেছে।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।