সোমবার, ২০ অক্টোবর ২০২৫, ৫ কার্তিক ১৪৩২

শক্তিশালী বৃষ্টিবলয় ‘আঁখি’ দেশজুড়ে, ভারি থেকে অতি ভারি বৃষ্টির শঙ্কা

স্টাফ রিপোর্টার, ঢাকা | প্রকাশিত: ২০ অক্টোবর ২০২৫, ১৩:২৪

ছবি: সংগৃহীত

দেশের দিকে ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টিবলয় ‘আঁখি’। বাংলাদেশ আবহাওয়া পর্যবেক্ষণ দল (বিডব্লিউওটি) সোমবার (২০ অক্টোবর) জানিয়েছে, এটি একটি প্রায় পূর্ণাঙ্গ ও ক্রান্তীয় বৃষ্টিবলয়, যা দেশের প্রায় সব এলাকায় ভারি থেকে অতি ভারি বৃষ্টির সম্ভাবনা তৈরি করতে পারে।

বিডব্লিউওটি জানিয়েছে, ‘আঁখি’ বৃষ্টিবলয়টি ২৪ অক্টোবর থেকে ২৯-৩০ অক্টোবর পর্যন্ত সক্রিয় থাকতে পারে।

সকালবেলায় আবহাওয়া অফিসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও আশপাশের এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এটি ঘনীভূত হওয়ার সম্ভাবনা রয়েছে। এই অবস্থার কারণে আগামী কয়েক দিনে দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। বিশেষ করে আগামী সপ্তাহে সারা দেশে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top