শনিবার, ২৫ অক্টোবর ২০২৫, ১০ কার্তিক ১৪৩২

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় ‘মন্থা’: সোমবার শক্তিশালী রূপ, মঙ্গলবার আঘাত হানবে উপকূলে

ওলিউল্লাহ তুহিন | প্রকাশিত: ২৫ অক্টোবর ২০২৫, ১৯:০৪

সংগৃহীত

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি ক্রমেই ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হচ্ছে। ধারণা করা হচ্ছে, এটি আগামী সোমবার (২৭ অক্টোবর) শক্তিশালী ঘূর্ণিঝড়ে রূপ নেবে এবং পরদিন মঙ্গলবার (২৮ অক্টোবর) উপকূলে আঘাত হানবে। নতুন এই ঘূর্ণিঝড়টির নাম হবে ‘মন্থা’ (Maantha), নামটি দিয়েছে থাইল্যান্ড।

ভারতীয় সংবাদমাধ্যম ডেকান ক্রনিকল জানিয়েছে, ভারতের আবহাওয়া বিভাগ (আইএমডি) ইতিমধ্যেই সতর্কতা জারি করেছে। তাদের সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী, ঘূর্ণিঝড় মন্থা ২৮ অক্টোবর সন্ধ্যায় অন্ধ্রপ্রদেশের কাকিনাদা উপকূলে আছড়ে পড়তে পারে। আঘাত হানার সময় বাতাসের গতিবেগ ঘণ্টায় ৯০ থেকে ১১০ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে।

আইএমডির সর্বশেষ আপডেটে বলা হয়েছে, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে অবস্থানরত নিম্নচাপটি বর্তমানে ঘণ্টায় প্রায় ৭ কিলোমিটার বেগে পূর্বদিকে সরছে। শনিবার দুপুর পর্যন্ত এটি আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের ব্লেয়ার বন্দর থেকে ৪৪০ কিলোমিটার পূর্ব-দক্ষিণপূর্বে, বিশাখাপত্তনম থেকে ৯৭০ কিলোমিটার দক্ষিণপূর্বে, চেন্নাই থেকে ৯৭০ কিলোমিটার পূর্ব-দক্ষিণপূর্বে, কাকিনাদা থেকে ৯৯০ কিলোমিটার দক্ষিণপূর্বে এবং ওড়িশার গোপালপুর থেকে ১,০৪০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপূর্বে অবস্থান করছিল।

আবহাওয়া বিশেষজ্ঞদের মতে, নিম্নচাপটি ধীরে ধীরে উত্তর-পশ্চিম এবং পরে উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হবে। রোববার এটি গভীর নিম্নচাপে, সোমবার ঘূর্ণিঝড়ে, আর মঙ্গলবার বিকেল থেকে সন্ধ্যার মধ্যে প্রবল ঘূর্ণিঝড় ‘মন্থা’তে পরিণত হবে বলে ধারণা করা হচ্ছে।

কেন্দ্রীয় ও রাজ্য প্রশাসন ইতিমধ্যেই উপকূলীয় এলাকায় সতর্কতা জারি করেছে। মৎস্যজীবীদের আগামী কয়েক দিন সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top