শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২

দেশের বিভিন্ন অঞ্চলে টানা পাঁচদিন বজ্রসহ ভারি বর্ষণের পূর্বাভাস

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২৯ অক্টোবর ২০২৫, ১৩:২৫

ছবি: সংগৃহীত

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশজুড়ে আগামী পাঁচ দিন ধরে বজ্রসহ ভারি বৃষ্টি হতে পারে। পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত প্রবল ঘূর্ণিঝড় ‘মস্থা’ গত ২৮ অক্টোবর মধ্যরাতে ভারতের অন্ধ্র প্রদেশ উপকূল অতিক্রম করেছে। ঘূর্ণিঝড়টি দুর্বল হয়ে প্রথমে ঘূর্ণিঝড়, পরে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে এবং এখন অন্ধ্র প্রদেশে অবস্থান করছে। এটি আরও উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে ক্রমান্বয়ে দুর্বল হয়ে যেতে পারে।

ভবিষ্যৎ বৃষ্টিপাতের পূর্বাভাস:

  • বুধবার (২৯ অক্টোবর): রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেটের কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারা দেশে কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বর্ষণ হতে পারে। তাপমাত্রা সামান্য কমতে পারে।

  • বৃহস্পতিবার (৩০ অক্টোবর): রংপুর, রাজশাহী ও ময়মনসিংহের অধিকাংশ জায়গায়; খুলনা ও সিলেটের অনেক জায়গায় এবং ঢাকা, চট্টগ্রাম ও বরিশালের কিছু জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি। সারা দেশে দিন-রাতের তাপমাত্রা ১–২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।

  • শুক্রবার (৩১ অক্টোবর): রংপুর ও ময়মনসিংহের অধিকাংশ জায়গায়; রাজশাহী, ঢাকা ও সিলেটের কিছু কিছু জায়গায়; খুলনা, বরিশাল ও চট্টগ্রামের দু'এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি। রংপুর ও ময়মনসিংহে মাঝারি থেকে ভারি বর্ষণ হতে পারে। তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

  • শনিবার (১ নভেম্বর): রংপুর, রাজশাহী ও ময়মনসিংহের অধিকাংশ জায়গায়; ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেটের অনেক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি। কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বর্ষণ হতে পারে।

  • রোববার (২ নভেম্বর): ময়মনসিংহ, ঢাকা ও সিলেটের অনেক জায়গায়; রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রামের কিছু কিছু জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি। সারা দেশে কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বর্ষণ হতে পারে।

আবহাওয়া অধিদপ্তর সবাইকে সতর্ক করে জানিয়েছে, চলমান বর্ষণ ও বজ্রসহ বৃষ্টির সময় নিরাপদে থাকা এবং নদী-নালা ও খালবিল এলাকায় অতিরিক্ত সতর্ক থাকার অনুরোধ করা হচ্ছে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top