সোমবার, ৩ নভেম্বর ২০২৫, ১৯ কার্তিক ১৪৩২

১০ নভেম্বর থেকে উত্তরাঞ্চলে শীতের আগমন

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৩ নভেম্বর ২০২৫, ০৯:৫১

ছবি: সংগৃহীত

সব ঠিক থাকলে আগামী ১০ নভেম্বর থেকে দেশের উত্তরাঞ্চলের মাধ্যমে শীতের আগমন ঘটতে পারে। এ ছাড়া চলতি মাসের শেষের দিকে সারা দেশেই শীতের আমেজ অনুভূত হতে পারে। তবে ডিসেম্বরের আগে বড় কোনো শৈত্যপ্রবাহ আসার শঙ্কা নেই বলে জানিয়েছে আবহাওয়া সংশ্লিষ্ট সূত্র।

রোববার (২ নভেম্বর) সকালে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি) তাদের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে জানায়, নভেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে উত্তরাঞ্চলে শীতের প্রভাব শুরু হবে।

সম্প্রতি আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক বলেন, “নভেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় ও নীলফামারীতে শীত নামবে। এরপর ধীরে ধীরে শীত ছড়িয়ে পড়বে সারা দেশে।”

অন্যদিকে, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর তাদের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে জানিয়েছে, নভেম্বরে বঙ্গোপসাগরে দুই থেকে তিনটি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে একটি ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে।

পূর্বাভাসে আরও বলা হয়েছে, চলতি মাসে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাত হতে পারে, যা শীতের অনুভূতি আরও বাড়িয়ে দিতে পারে। এছাড়া, দিন ও রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে হ্রাস পাওয়ার পাশাপাশি দেশের কোথাও কোথাও এবং নদী অববাহিকায় ভোর থেকে সকাল পর্যন্ত হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে বলেও পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top