• ** জাতীয় ** আমরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করেছি : শেখ হাসিনা ** আবারও তিন দিনের ‘হিট অ্যালার্ট’ জারি ** চুয়াডাঙ্গায় হিট স্ট্রোকে দুই নারীর মৃত্যু ** ইউআইইউ ক্যাম্পাসে ‘কৃত্রিম বৃষ্টি’ নিয়ে তোলপাড় সারাদেশ ** সিলেটে মসজিদে যাওয়ার পথে বজ্রপাতে ইমামের মৃত্যু ** নরসিংদীতে হিট স্ট্রোকে যুবকের মৃত্যু ** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন : https://www.newsflash71.com ** সব ধরনের ভিডিও দেখতে ভিজিট করুন : youtube.com/newsflash71 ** লাইক দিন নিউজফ্ল্যাশের ফেসবুক পেইজে : fb/newsflash71bd **


চীনের চাপে নত হবে না তাইওয়ান

ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ১১ অক্টোবর ২০২১, ১৯:৫০

চীনের চাপে নত হবে না তাইওয়ান

শনিবার চীনা প্রেসিডেন্ট শি জিনপিং তাইওয়ানকে মূল ভূখন্ডের অন্তর্ভূক্ত করার প্রত্যয় ব্যক্ত করার পর রবিবার পাল্টা জবাব দিয়েছে তাইওয়ান। তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং-ওয়েন বলেছেন, তারা বেইজিংয়ের চাপে নত হবেন না।

এদিকে, চীন তাইওয়ানকে নিজেদের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন একটি প্রদেশ বলে মনে করে। আর তাইওয়ান দাবি করে তারা স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র। গেল কয়েক সপ্তাহ ধরে এই নিয়ে দুই অঞ্চলের মধ্যে চলছে তুমুল উত্তেজনা। এর আগে তাইওয়ানের আকাশ প্রতিরক্ষা সীমায় (এআইডিজেড) রেকর্ড সংখ্যক যুদ্ধবিমান পাঠিয়েছিল চীন।

এর পরিপ্রেক্ষিতে গত সপ্তাহে তাইওয়ানের প্রতিরক্ষামন্ত্রী চিউ কুও-চেং বলেছিলেন, '৪০ বছরেরও বেশি সময়ের মধ্যে এখনই চীন-তাইওয়ান উত্তেজনা সবচেয়ে খারাপ অবস্থায় পৌঁছেছে।' এই পরিস্থিতিতে শনিবার চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এক ভাষণে বলেছেন, তাইওয়ানের সঙ্গে পুনরেকত্রীকরণ হতেই হবে। এই পুনরেকত্রীকরণ শান্তিপূর্ণভাবে হওয়া উচিত।

রবিবার চীনা প্রেসিডেন্ট জবাবে তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং-ওয়েন জানিয়েছেন, বেইজিংয়ের চাপে নত হবেন না তারা। তিনি তাইওয়ানের প্রতিরক্ষা ব্যবস্থা জোরদারের ওপর গুরুত্ব দিয়ে বলেছেন, ‘আমরা যত অর্জন করবো, ততই চীনের দিক থেকে আরও বেশি চাপ আসবে।’

এনএফ৭১/এনজেএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top