• ** জাতীয় ** আমরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করেছি : শেখ হাসিনা ** আবারও তিন দিনের ‘হিট অ্যালার্ট’ জারি ** চুয়াডাঙ্গায় হিট স্ট্রোকে দুই নারীর মৃত্যু ** ইউআইইউ ক্যাম্পাসে ‘কৃত্রিম বৃষ্টি’ নিয়ে তোলপাড় সারাদেশ ** সিলেটে মসজিদে যাওয়ার পথে বজ্রপাতে ইমামের মৃত্যু ** নরসিংদীতে হিট স্ট্রোকে যুবকের মৃত্যু ** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন : https://www.newsflash71.com ** সব ধরনের ভিডিও দেখতে ভিজিট করুন : youtube.com/newsflash71 ** লাইক দিন নিউজফ্ল্যাশের ফেসবুক পেইজে : fb/newsflash71bd **


জে কে রাওলিংকে প্রাণনাশের হুমকি

ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ১৪ আগষ্ট ২০২২, ২২:৪৪

জে কে রাওলিংকে প্রাণনাশের হুমকি

সালমান রুশদিকে হামলার ঘটনার নিন্দায় সরব হয়ে প্রাণনাশের হুমকি পেলেন হ্যারি পটার স্রষ্টা জে কে রাওলিং। টুইটারে তাকে খুনের হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে।

সালমান রুশদির ঘটনার নিন্দা জানিয়ে টুইট করেছিলেন জে কে রাওলিং। তারপর একজন টুইটার ব্যবহারকারী তাকে প্রাণনাশের হুমকি দেন বলে অভিযোগ উঠে। টুইটারে রুশদির ঘটনায় রাওলিং লেখেন, এই ঘটনায় তিনি খুবই অসুস্থবোধ করছেন। একই সঙ্গে রুশদির আরোগ্য কামনা করেন। তিনি লেখেন, ‘আশা করছি উনি ঠিক আছেন।’

রাওলিংয়ের এই টুইটের জবাবে একজন ব্যবহারকারী লিখেন, ‘চিন্তা করবেন না। পরবর্তী লক্ষ্য আপনি।’

যে টুইটার থেকে রাউলিংকে খুনের হুমকি দেওয়া হয়েছে, সেখানে রুশদির হামলাকারী হাদি মাতারের প্রশংসাও করা হয়েছে।

এনডিটিভি জানায়, শরীরে গুরুতর আঘাত নিয়ে সালমান রুশদি হাসপাতালে চিকিৎসাধীন। শুক্রবার নিউইয়র্কে শিটোকোয়া ইনস্টিটিউটে সাহিত্যবিষয়ক একটি অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার আগে সালমান রুশদির ওপর হামলা হয়।

৭৫ বছর বয়সী সালমান রুশদির জন্ম ভারতের মুম্বাইয়ে। ১৪ বছর বয়সে তিনি যুক্তরাজ্যে যান। সেখানে পড়াশোনা শেষে লেখালেখি শুরু করেন। ‘মিডনাইট চিলড্রেন’ উপন্যাসের জন্য ১৯৮১ সালে বুকার পুরস্কার লাভ করেন। ১৯৮৮ সালে তাঁর চতুর্থ উপন্যাস ‘দ্য স্যাটানিক ভার্সেস’ প্রকাশিত হয়।

সূত্র: নিউজ এইটটিন, এনডিটিভি, আনন্দবাজার

এনএফ৭১/আরআর/২০২২




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top