কমেছে অনুরাগীর সংখ্যা

ভক্তদের সঙ্গে সাক্ষাৎ নিয়ে অমিতাভ বচ্চনের খোলা চিঠি

রায়হান রাজীব | প্রকাশিত: ২ নভেম্বর ২০২২, ০৫:৩৮

বলিউডের বিগ বি অমিতাভ বচ্চন

আজকাল কথায় কথায় খুব নস্ট্য়ালজিক হয়ে পড়ছেন বলিউডের বিগ বি অমিতাভ বচ্চন। বার বার ফিরে যাচ্ছেন তাঁর ফেলা আসা দিনগুলোতে। তাই তো কেবিসির মঞ্চে খেলার ফাঁকে ফাঁকে নিজের যৌবনকালের গল্প অনুরাগীদের কাছে তুলে ধরছেন।

তবে এবার আর কেবিসির মঞ্চ নয়। বরং নিজের ব্লগে মনের কথা লিখে ফেললেন বিগ বি। তাঁর কথায় উঠে এল কীভাবে দিন দিন তাঁর বাড়ির সামনে অনুরাগীদের ভিড় কমছে। শুধু তাই নয়, কীভাবে অনুরাগীদের ব্যবহার বদলাচ্ছে প্রতিদিন।

অমিতাভ লিখলেন, বাড়ির বাইরে অনুরাগীদের সঙ্গে সাক্ষাৎ বরাবরই আমার খুব পছন্দের ব্যাপার। আমার প্রতি অনুরাগীদের উন্মাদনা, ভালবাসাকে আমি সম্মান করি। কিন্তু গত কয়েক বছর ধরে লক্ষ্য করছি, অনুরাগীদের সংখ্য়া একটু হলেও কমেছে। বিশেষ করে তাঁদের আচরণ অনেকটাই বদলে গিয়েছে। আগে আমাকে দেখলে যে আনন্দের জোয়ার উঠত, তা কিছুটা হলেও কমেছে। বরং সেই জায়গায় মোবাইল ক্যামেরার খচখচানিই বেড়ে গিয়েছে।

অমিতাভ তাঁর ব্লগে আরও লেখেন, অনুরাগীদের সঙ্গে এই দেখা করাটা আমার কাছে বরাবরই খুবই প্রিয় বিষয়। অনেকটা রোজকার প্রার্থনার মতো। আর তাই তো পায়ের জুতো খুলে অনুরাগীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করি আমি। তবে একটা জিনিস বুঝেছি, কোনও কিছুই স্থায়ী নয়, যত দিন এগোবে ততই সব কিছু বদলে যাবে।

সদ্য ৮০তে পা দিয়েছেন অমিতাভ। বহু বছর ধরে রবিবার তাঁর বাড়ি জলসার সামনে অনুরাগীদের সঙ্গে দেখা করেন তিনি। তবে করোনাকালে কিছুদিনের জন্য সেটা বন্ধ রেখেছিলেন। করোনা মিটতেই ফের অনুরাগীদের সঙ্গে সাক্ষাৎ শুরু করেছেন বিগ বি। সেই সাক্ষাৎ নিয়েই নিজের ব্লগে মনের কথা বললেন অমিতাভ বচ্চন। সূত্র: হিন্দুস্থান টাইমস ও সংবাদ প্রতিদিন।

 

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top