• ** জাতীয় ** আমরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করেছি : শেখ হাসিনা ** আবারও তিন দিনের ‘হিট অ্যালার্ট’ জারি ** চুয়াডাঙ্গায় হিট স্ট্রোকে দুই নারীর মৃত্যু ** ইউআইইউ ক্যাম্পাসে ‘কৃত্রিম বৃষ্টি’ নিয়ে তোলপাড় সারাদেশ ** সিলেটে মসজিদে যাওয়ার পথে বজ্রপাতে ইমামের মৃত্যু ** নরসিংদীতে হিট স্ট্রোকে যুবকের মৃত্যু ** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন : https://www.newsflash71.com ** সব ধরনের ভিডিও দেখতে ভিজিট করুন : youtube.com/newsflash71 ** লাইক দিন নিউজফ্ল্যাশের ফেসবুক পেইজে : fb/newsflash71bd **


জালিয়াতির দায়ে হংকংয়ের মিডিয়া মোগল জিমি লাইকের ছয় বছরের কারাদণ্ড

রায়হান রাজীব | প্রকাশিত: ১১ ডিসেম্বর ২০২২, ২২:৪৫

হংকংয়ের মিডিয়া মোগল জিমি লাইক

জালিয়াতির দায়ে শনিবার হংকংয়ের গণতন্ত্রপন্থি ধনকুবের ও মিডিয়া মোগল জিমি লাইকে ৫ বছর ৯ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। খবর রয়টার্সের।

আদালত ৭৫ বছর বয়সী লাইকে দুটি অপরাধে দোষী সাব্যস্ত করেছেন। প্রথম অপরাধ তিনি অ্যাপল ডেইলির সদরদপ্তরে ডিকো কনসালট্যান্টস লিমিটেড নামে একটি বেসরকারি কোম্পানি পরিচালনার তথ্য ধাপাচাপা দিয়েছেন এবং দ্বিতীয়টি জমি লিজের লঙ্ঘন করা।

চীনের কট্টর সমালোচক লাই ২০২০ সালের ডিসেম্বর থেকে কারাগারে আছেন। অনুমতি ছাড়া সমাবেশের দায়ে ২০ মাসের সাজা ভোগ করেছেন তিনি।

লাই নেক্সট ডিজিটালের প্রধান ছিলেন। কোম্পানিটি ২০২০ সালের জুনে পুলিশের এক অভিযানের পর বন্ধ হয়ে যাওয়া অ্যাপল ডেইলির মূল সংস্থা।

একই অপরাধের দায়ে নেক্সট ডিজিটালের আরেক নির্বাহী ওয়াং ওয়াই-কেউং (৬১) কে ২১ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

জিমি হংকং ছাড়াও যুক্তরাজ্যের নাগরিক। তার ছেলে সেবাস্তিয়ান লাইকের অভিযোগ, যুক্তরাজ্যের নাগরিক হলেও তার বাবা দেশটির পক্ষ থেকে কোনো আইনি সহায়তা পাচ্ছেন না।

তিনি বলেন, তার বাবা কোনো ভুল করেননি। অথচ মানবাধিকারের পক্ষে দাঁড়ানোয় ‘ইতোমধ্যেই মিথ্যা সাজা খাটতে খেয়েছে।

লাইয়ের আইনজীবীরা জানান, ফৌজদারি মামলার পরিবর্তে দেওয়ানী মামলা হওয়া উচিত। জিমি লাই হংকংয়ের গণতন্ত্রপন্থী অ্যাপল ডেইলির মালিক। চীনা কর্তৃপক্ষ পত্রিকাটির প্রকাশনা বাতিল করেছে।

জেলা আদালতের বিচারক স্ট্যানলি চ্যান রায়ে বলেন, লাই গণমাধ্যম সংস্থার আড়ালে কাজ করেছেন। তবে লাইয়ের মতো মিডিয়া মোঘলের এই বিচার সংবাদপত্রের স্বাধীনতার ওপর আক্রমণ নয় বলেও উল্লেখ করেন এই বিচারক।

 

 

 

 

 

 

 

 

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top