• ** জাতীয় ** আমরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করেছি : শেখ হাসিনা ** আবারও তিন দিনের ‘হিট অ্যালার্ট’ জারি ** চুয়াডাঙ্গায় হিট স্ট্রোকে দুই নারীর মৃত্যু ** ইউআইইউ ক্যাম্পাসে ‘কৃত্রিম বৃষ্টি’ নিয়ে তোলপাড় সারাদেশ ** সিলেটে মসজিদে যাওয়ার পথে বজ্রপাতে ইমামের মৃত্যু ** নরসিংদীতে হিট স্ট্রোকে যুবকের মৃত্যু ** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন : https://www.newsflash71.com ** সব ধরনের ভিডিও দেখতে ভিজিট করুন : youtube.com/newsflash71 ** লাইক দিন নিউজফ্ল্যাশের ফেসবুক পেইজে : fb/newsflash71bd **


বেলারুশে রাশিয়ার পারমাণবিক অস্ত্র স্থাপন বিপজ্জনক

রাজিউর রাহমান | প্রকাশিত: ২৭ মার্চ ২০২৩, ১৭:৩৫

ছবি: রয়টার্স

বেলারুশে রাশিয়ার কৌশলগত পারমাণবিক অস্ত্র স্থাপনের ‘বিপজ্জনক ও দায়িত্বহীন’ ঘোষণার নিন্দা জানিয়েছে পশ্চিমা সামরিক জোট ন্যাটো।

ইউক্রেন বলছে, রাশিয়ার এমন সিদ্ধান্ত তাদের অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য হুমকি। বেলারুশকে জিম্মি করে মস্কো এমন সিদ্ধান্ত নিয়েছে বলেও মনে করছে ইউক্রেন।

শনিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বেলারুশে কৌশলগত পরমাণু অস্ত্র স্থাপনের পরিকল্পনা প্রকাশ করলেও তার নিয়ন্ত্রণ নিজেদের কাছেই রাখবে বলে জানিয়েছিলেন।

এমনকি এই পদক্ষেপ পরমাণু অপ্রসারণ চুক্তি লঙ্ঘন করবে না দাবি করে পুতিন বলেছেন, কয়েক দশক ধরে যুক্তরাষ্ট্র ইউরোপে তাদের (পরমাণু) অস্ত্র স্থাপন করেছে। এটা তেমনই।

এ বিষয়ে প্রতিক্রিয়া জানাতে নেটোর একজন মুখপাত্র রয়টার্সকে ইমেইলে বলেন, রাশিয়ার প্রেসিডেন্টের পারমাণবিক অস্ত্র সম্প্রসারণের ঘোষণা এবং দেশের বাইরে যুক্তরাষ্ট্রের অস্ত্র মোতায়েনের উদাহরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। নেটোতে পারমাণবিক অস্ত্রের অংশীদারত্বের বিষয়ে রাশিয়া বিভ্রান্তি ছড়াচ্ছে। নেটো জোট আন্তর্জাতিক প্রতিশ্রুতির উপর পূর্ণ আস্থা রাখে।

এ বিষয়ে ইউক্রেইনের জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা কাউন্সিলের প্রধান অলেক্সি দানিলভ টুইটারে বলেন, রাশিয়ার এমন সিদ্ধান্ত বেলারুশের অভ্যন্তরীণ অস্থিতিশীলতার একটি পদক্ষেপ, যা জনগণকে নেতিবাচক ধারণা দেয়। ক্রেমলিন বেলারুশকে জিম্মি করে পারমাণবিক অস্ত্রের ঘাঁটি স্থাপন করছে।

তবে বিশেষজ্ঞরা বলেছেন, রাশিয়ার পদক্ষেপ তাৎপর্যপূর্ণ কারণ, এখন পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে রাশিয়া তার সীমানার বাইরে পারমাণবিক অস্ত্র স্থাপন করেনি। ১৯৯০ এর দশকের পর প্রথমবারের মতো এমনটি ঘটলো।

রোববার জেলেনস্কির আরেক সিনিয়র উপদেষ্টা মাইখাইলো পোডোলিয়াক পুতিনের পরিকল্পনাকে উপহাস করে বলেছেন, রাশিয়ান নেতা "খুবই অনুমানযোগ্য"।

মাইখাইলো পোডোলিয়াক টুইটারে বলেন, পুতিন স্বীকার করেছেন যে তিনি হারানোর ভয় পান এবং তিনি যা করতে পারেন তা হল কৌশলের মাধ্যমে ভয় দেখানো।

তবে ওয়াশিংটন বলছে, ইউক্রেন যুদ্ধে মস্কোর পারমাণবিক অস্ত্র ব্যবহার করার সম্ভাবনার কোনো পরিবর্তন হয়নি।

একই সুরে ন্যাটোর মুখপাত্র বলেছেন, আমরা রাশিয়ার পারমাণবিক ভঙ্গিতে এমন কোনো পরিবর্তন দেখিনি যা আমাদের নিজেদের সামঞ্জস্য করতে পরিচালিত করবে।

সম্প্রতি ইউক্রেনে ডিপ্লিটেড ইউরেনিয়াম (ক্ষুদ্র আকারের পারমাণবিক রাষ্ট্র) সমৃদ্ধ গোলাবারুদ পাঠানোর ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। এর প্রতিক্রিয়া জানিয়ে পুতিন বলেছিলেন, এমনটি করা হলে রাশিয়া এর জবাব দিতে বাধ্য হবে।




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top