• ** জাতীয় ** আমরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করেছি : শেখ হাসিনা ** আবারও তিন দিনের ‘হিট অ্যালার্ট’ জারি ** চুয়াডাঙ্গায় হিট স্ট্রোকে দুই নারীর মৃত্যু ** ইউআইইউ ক্যাম্পাসে ‘কৃত্রিম বৃষ্টি’ নিয়ে তোলপাড় সারাদেশ ** সিলেটে মসজিদে যাওয়ার পথে বজ্রপাতে ইমামের মৃত্যু ** নরসিংদীতে হিট স্ট্রোকে যুবকের মৃত্যু ** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন : https://www.newsflash71.com ** সব ধরনের ভিডিও দেখতে ভিজিট করুন : youtube.com/newsflash71 ** লাইক দিন নিউজফ্ল্যাশের ফেসবুক পেইজে : fb/newsflash71bd **


মাঝ আকাশে ‘হট এয়ার’ বেলুনে আগুন, নিহত ২

রাজিউর রাহমান | প্রকাশিত: ২ এপ্রিল ২০২৩, ২১:০৯

ছবি: সংগৃহীত

মাঝ আকাশে ‘হট এয়ার’ বেলুনে অগ্নিকাণ্ডে আতঙ্কে ঝাঁপ দিয়ে দুই পর্যটকের মৃত্যু হয়েছে। এ ঘটনাটি ঘটেছে মেক্সিকো শহরে। এমন ঘটনার একটি ভিডিও প্রকাশ্যে এসেছে। শনিবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে মেক্সিকোর স্থানীয় প্রশাসন।

শনিবার প্রচুর পর্যটকের ভিড় ছিল সেখানে। পুরাতত্ত্ব স্থলটিকে ঘুরে দেখানোর জন্য সেখানে ‘হট এয়ার’ বেলুনের ব্যবস্থাও রয়েছে। স্থানীয় প্রশাসন সূত্র জানায়, মেক্সিকো শহর থেকে ৭০ কিলোমিটার দূরে টিয়োটিহুয়াকানে এ দুর্ঘটনা ঘটে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, হট এয়ার বেলুনটি ওড়ার কিছুক্ষণের মধ্যে হঠাৎ আগুন ধরে যায়। আতঙ্ক ছড়িয়ে পড়ে পর্যটকদের মধ্যে। বেলুন তখন ১৫০ থেকে ২০০ ফুট উঁচুতে ছিল। 

দেশটির সরকার এক বিবৃতিতে জানিয়েছে, ‘হট এয়ার’ বেলুনে থাকা যাত্রীরা সেখান থেকে লাফ দেয়। এতে এক শিশু দগ্ধ হয়েছে।

এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, ওই ‘হট এয়ার’ বেলুনে এক পরিবার ভ্রমণ করছিল। তবে ওড়ার কিছুক্ষণ পরে তাতে আগুন ধরে যায়। এতে ৩৯ বছর বয়সী এক নারী ও ৫০ বছর বয়সী এক ব্যক্তি নিহত হয়েছেন। তবে তাদের নাম পরিচয় এখন পর্যন্ত প্রকাশ করা হয়নি।

ওই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায়, মাঝ আকাশে ওড়া ওই ‘হট এয়ার’ বেলুনে আগুন ধরেছে। ধীরে ধীরে আগুনের পরিমাণ বেড়েই চলেছে। তবে ওই বেলুনে আরও কোনো যাত্রী ছিল কি না তা প্রকাশ করা হয়নি।

টিয়োটিহুয়াকান দেশটির একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র। সেখানে দেশটির বেশ কিছু ট্যুর অপারেটর মেক্সিকো সিটি থেকে ৭০ কিমি উত্তর-পূর্বে টিওটিহুয়াকানের উপর বেলুন সফরে যাত্রীদের নিয়ে যায়। এতে মাথাপিছু খরচ পরে ১৫০ ডলার।




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top