• ** জাতীয় ** আমরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করেছি : শেখ হাসিনা ** আবারও তিন দিনের ‘হিট অ্যালার্ট’ জারি ** চুয়াডাঙ্গায় হিট স্ট্রোকে দুই নারীর মৃত্যু ** ইউআইইউ ক্যাম্পাসে ‘কৃত্রিম বৃষ্টি’ নিয়ে তোলপাড় সারাদেশ ** সিলেটে মসজিদে যাওয়ার পথে বজ্রপাতে ইমামের মৃত্যু ** নরসিংদীতে হিট স্ট্রোকে যুবকের মৃত্যু ** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন : https://www.newsflash71.com ** সব ধরনের ভিডিও দেখতে ভিজিট করুন : youtube.com/newsflash71 ** লাইক দিন নিউজফ্ল্যাশের ফেসবুক পেইজে : fb/newsflash71bd **


জাবালিয়া ক্যাম্পে হামলা, নিহত ৩১

ফারহানা মির্জা | প্রকাশিত: ১৪ নভেম্বর ২০২৩, ০৯:৩৩

ছবি : সংগৃহীত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজার জাবালিয়া শরণার্থী শিবিরে ইসরাইলি সেনাবাহিনীর বিমান হামলায় নিহত হয়েছেন অন্তত ৩১ জন। আহত হয়েছেন বহু ফিলিস্তিনি।

সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদন হতে জানা যায় , গেলো সোমবার ১৩ নভেম্বর উত্তর গাজার জাবালিয়া শরণার্থী শিবিরে ইসরাইলি বিমান হামলায় ৩০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে।অন্যদিকে ফিলিস্তিনের রাষ্ট্রীয় বার্তাসংস্থা ওয়াফা জানিয়েছে, শরণার্থী শিবিরের ভেতরে জাবালিয়া সার্ভিসেস ক্লাবের কাছে ঘনবসতিপূর্ণ এলাকায় ১২টি বাড়ি লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে আর এতেই এই প্রাণহানির ঘটনা ঘটে।

গেল মাসে গাজায় ইসরাইলি আগ্রাসন শুরুর পর থেকেই শরণার্থী শিবিরগুলো লক্ষ্য করে হামলা চালাচ্ছে ইসরাইল। চলতি মাসের শুরুর দিকে টানা তিন দিন জাবালিয়া শরণার্থী ক্যাম্পে হামলা চালায় ইসরাইলি বিমানবাহিনী। সেসময় ১৯৫ জন নিহত ও ১২০ জন নিখোঁজ ছিল বলে জানিয়েছিল ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়। এছাড়াও মাগাজি ক্যাম্পেও হামলা চলিয়েছে ইসরাইল।

গেলো ৭ অক্টোবর থেকে ফিলিস্তিনের গাজায় বর্বর হত্যাযজ্ঞ চালাচ্ছে ইসরাইল। এতে এখন পর্যন্ত ১১ হাজার ২০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন। যাদের মধ্যে শিশুই সাড়ে চার হাজার।




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top