গাজায় ইসরায়েলি বাহিনীর রাতভর বোমাবর্ষণ, নিহত ৩১
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২ মে ২০২৫, ১০:৫৩
 
                                        গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর ভয়াবহ হামলায় আরও ৩১ ফিলিস্তিনি নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১ মে) রাতভর ব্যাপক হামলা চালায় ইসরায়েলি বাহিনী। শুক্রবার সকালেও গাজার কেন্দ্রে বুরেইজ ক্যাম্পে আবু জেইনা পরিবারে বোমাবর্ষণ করে ইসরায়েলি বাহিনী। এতে অন্তত পাঁচজন নিহত হয়েছে।
এ ছাড়া খান ইউনিসেও বিভিন্ন জায়গায় হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। তবে সেখানে এখন পর্যন্ত কোনো নিহতের খবর পাওয়া যায়নি। আল জাজিরা বলছে, অধিকৃত পশ্চিম তীরের জেনিন শরণার্থী শিবিরেও হামলা জোরদার করেছে ইসরায়েল। আল জাজিরার সাংবাদিকরা জানাচ্ছেন, ইসরায়েলি বাহিনী ক্যাম্পের বিভিন্ন অংশ গুঁড়িয়ে দিচ্ছে। এ ছাড়া তুলকারেম শরণার্থী শিবিরেও হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল।
১৮ মাসের বেশি সময় ধরে গাজায় ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধ চলছে। এতে এখন পর্যন্ত গাজায় নিহতের সংখ্যা ৫২ হাজার ছাড়িয়েছে। আহত হয়েছে লক্ষাধিক এবং ঘরছাড়া হয়েছে লাখ লাখ ফিলিস্তিনি।
চলতি বছরের ১৮ মার্চ থেকে ইসরায়েল গাজায় নতুন করে সামরিক অভিযান শুরু করে, যা কার্যকর থাকা যুদ্ধবিরতি চুক্তিকে সম্পূর্ণভাবে লঙ্ঘন করেছে। এরপর থেকে এখন পর্যন্ত ২৩০০ জনেরও বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন এবং ৬ হাজারের বেশি আহত হয়েছেন।
বিষয়:

 ভিডিও
                                        গ্যালারী
 ভিডিও
                                        গ্যালারী 
                     
                                     
                                     
                                     
                                     
                                    
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।