বিশ্ব মা দিবস আজ
Nasir Uddin | প্রকাশিত: ১১ মে ২০২৫, ১১:১৩

আজ বিশ্ব মা দিবস। মায়েদের প্রতি ভালোবাসা, শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশের দিন। প্রতি বছর মে মাসের দ্বিতীয় রবিবার মা দিবস পালন করা হয়। যুক্তরাষ্ট্রে দিবসটির সূচনা হলেও বর্তমানে আন্তর্জাতিকভাবে সারা বিশ্বেই পালিত হয়। সে হিসেবে নানা আয়োজনের মধ্য দিয়ে আজ বাংলাদেশেও দিবসটি পালিত হবে।
জন্মের আগেই একটি শিশু তার মায়ের সঙ্গে তৈরি করে আত্মিক এক বন্ধন। গর্ভাবস্থার সেই নীরব অথচ গভীর সংযোগ জন্মের পর ধীরে ধীরে আরও মজবুত হয়। মা শুধু জন্মদাত্রী নন, তিনি সন্তানের অস্তিত্বের অবিচ্ছেদ্য অংশ। মা মানেই নিঃশর্ত ভালোবাসা, আশ্রয়, নির্ভরতা এবং ভরসার সবচেয়ে দৃঢ়তম প্রতীক।
সন্তানরা মায়ের প্রতি ভালোবাসা জানাতে কেউ ফুলসহ বিভিন্ন উপহার দিয়ে মাকে শুভেচ্ছা জানাবে। কেউ কেক কিনবে। কেউবা আবার মায়ের পছন্দের উপহার কিনে দেবে। অথবা কেউ রান্না করে খুশি করবে মাকে। তবে মা দিবস শুধু একটি নির্দিষ্ট দিনেই সীমাবদ্ধ হওয়া উচিত না। একজন মা যেভাবে তার সন্তানকে যতœ ও ভালোবাসা দিয়ে বড় করে তোলেন, সে ঋণ পরিশোধ করা কোনোকিছু দিয়েই সম্ভব না। তাই মায়ের প্রতি ভালোবাসা ও যতœ শুধু একটি দিবসের মধ্যে না রেখে মাকে নিঃশর্তভাবে ভালোবাসাই সন্তানদের কর্তব্য।
১৮৭০ সালে আমেরিকার গৃহযুদ্ধের সময় শান্তির প্রত্যাশায় সমাজকর্মী জুলিয়া ওয়ার্ড হোই নামের এক নারী একটি ঘোষণাপত্র লেখেন। এটি মাদারস ডে প্রোক্লেমেশন নামে পরিচিত ছিল। এ ঘোষণার মধ্যে জুলিয়া রাজনৈতিক স্তরে সমাজ প্রতিষ্ঠায় নারীর দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে স্পষ্ট বক্তব্য রাখেন। এরপর যুদ্ধ শেষে পরিবারহীন অনাথদের সেবায় ও একত্রীকরণে নিয়োজিত হন মার্কিন সমাজকর্মী অ্যান মারিয়া রিভস জার্ভিস ও তার মেয়ে আনা মেরি জার্ভিস। এ সময় তারা জুলিয়া ওয়ার্ড ঘোষিত মা দিবস পালন করতে শুরু করেন। কিন্তু শারীরিক অসুস্থতার কারণে আনা রিভিজ জার্ভিস ১৯০৫ সালের ৫ মে মারা যান।
তার মৃত্যুর পর মেয়ে আনা মায়ের স্বপ্ন পূরণে কাজ শুরু করেন। ১৯০৮ সালে পশ্চিম ভার্জিনিয়ার একটি গির্জায় আনা তার মায়ের স্মরণে অনুষ্ঠান করেন। একই বছর মার্কিন কংগ্রেস মা দিবসকে স্বীকৃতি দিয়ে সরকারি ছুটি ঘোষণার প্রস্তাব নাকচ করে। তবে হার মানেননি আনা। তিনি তার চেষ্টা অব্যাহত রাখেন। ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে মা দিবস পালিত হতে থাকে। অবশেষে আনার প্রচেষ্টা সফল হয়। ১৯১৪ সালে যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট উড্রো উইলসন মে মাসের দ্বিতীয় রবিবারকে মা দিবস হিসেবে ঘোষণা করেন। দিনটিকে সরকারি ছুটি হিসেবেও ঘোষণা করা হয়। যুক্তরাষ্ট্রের পরপর বিশ্বের বিভিন্ন দেশেও মে মাসের দ্বিতীয় রবিবার মা দিবস হিসেবে পালিত হতে থাকে।
মা দিবস শুধু একটি দিন নয়, বরং এটি মায়ের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা ও কৃতজ্ঞতা জানানোর এক অনন্য উপলক্ষ। আজকের এই দিনে যদি একটু ভালোবাসা, একটু সময় কিংবা একটি হাসি মায়ের মুখে ফোটানো যায়—তাহলেই তো দিনটির সার্থকতা। মা আছেন বলেই আজ পৃথিবী এতটা আলোকিত।
মা দিবসে মাকে সম্মান জানাতে রাজধানীর বিভিন্ন রেস্তোরাঁ ও প্রতিষ্ঠান আয়োজন করেছে বিশেষ অফার ও অনুষ্ঠান।
ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল আয়োজন করছে ‘গরবিনী মা ২০২৫’ শীর্ষক সম্মাননা অনুষ্ঠান। এক যুগপূর্তি উপলক্ষে এবারের আয়োজনটি বিশেষভাবে উদযাপিত হচ্ছে।
পিৎজা হাট, ঢাকা রিজেন্সি হোটেল, হাক্কা ঢাকা (বনানী শাখা), ওয়েস্টিন ঢাকা এবং র্যাডিসন ব্লু ঢাকাসহ বিভিন্ন রেস্তোরাঁয় থাকছে নানা ধরনের ছাড় ও বিশেষ আয়োজন।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।