যুদ্ধবিরতিতে সম্মত হলেও সিন্ধু পানিচুক্তি এখনও স্থগিত

Nasir Uddin | প্রকাশিত: ১১ মে ২০২৫, ১১:৪১

ফাইল ছবি

ভারত ও পাকিস্তান সাম্প্রতিক উত্তেজনার পর অবশেষে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। তবে দ্বিপাক্ষিক সম্পর্কের গভীরে জমে থাকা সংকট এখনও কাটেনি। সিন্ধু পানিচুক্তিসহ কূটনৈতিক পদক্ষেপগুলো নিয়ে ভারতের অবস্থানে কোনো পরিবর্তন হয়নি বলে জানা গেছে। এতে পেহেলগাম হামলার জেরে দুই দেশের মধ্যে যে কূটনৈতিক সংকট সৃষ্টি হয়েছিল, তার সমাধান সহজে হবে না বলে মনে করছেন সংশ্লিষ্টরা। খবর রয়টার্সের।

এই পানিচুক্তির মাধ্যমে পাকিস্তান সিন্ধু, ঝিলাম ও চেনাব নদীর পানির ওপর নির্ভর করে কৃষি ও জীবিকা নির্বাহ করত। কিন্তু এখন চেনাব নদীর প্রবাহ ভারতীয় অংশে আটকে দেওয়ার ফলে পাকিস্তানে ব্যাপক জলসংকট দেখা দিয়েছে। পাকিস্তানি গণমাধ্যম দ্য ডন জানিয়েছে, ৪ মে চেনাব নদীতে ৩৫ হাজার কিউসেক পানি প্রবাহ থাকলেও ৫ মে তা কমে দাঁড়িয়েছে মাত্র ৩ হাজার ১০০ কিউসেকে। পাঞ্জাবের সেচ বিভাগ একে ভারতের ‘একতরফা ও অমানবিক সিদ্ধান্ত’ বলে অভিহিত করেছে।

পাকিস্তানের কর্মকর্তারা উদ্বেগ প্রকাশ করে বলেছেন, ভারত এই চুক্তি স্থগিত করে শুধু আন্তর্জাতিক আইন লঙ্ঘনই করেনি, বরং কোটি কোটি পাকিস্তানির জীবন-জীবিকাকে হুমকির মুখে ফেলেছে। তারা বলছেন, ভারত এই মুহূর্তে সিন্ধু অববাহিকায় নিজেদের বাঁধ ও জলবিদ্যুৎ প্রকল্পগুলোতে পানি জমিয়ে রাখছে এবং পাকিস্তানের দিকে পানি সরবরাহ কার্যত বন্ধ করে দিয়েছে।

যদিও যুদ্ধবিরতি স্বস্তি এনেছে, কিন্তু পানিচুক্তির মতো দীর্ঘস্থায়ী সংকটগুলোতে সমাধান না হলে, এই শান্তি বেশিদিন টিকবে না বলেই মনে করছেন বিশ্লেষকরা। তাই আসন্ন দ্বিপাক্ষিক আলোচনায় যুদ্ধবিরতির পাশাপাশি পানিবণ্টন ইস্যুতেও ন্যায্য সমাধান খুঁজে পাওয়া এখন সময়ের দাবি। তথ্যসূত্র : রয়টার্স, দ্য ডন



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top