কাশ্মিরে ফের উত্তেজনা; যুদ্ধবিরতি লঙ্ঘনের পাল্টাপাল্টি অভিযোগ

Nasir Uddin | প্রকাশিত: ১১ মে ২০২৫, ১২:৫৫

ফাইল ছবি

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ভারত ও পাকিস্তানের মাঝে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হয়েছে। দীর্ঘ ৪৮ ঘণ্টার প্রচেষ্টায় এই যুদ্ধবিরতির ঘোষণা দেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরে ভারত ও পাকিস্তানও অবিলম্বে যুদ্ধবিরতির ঘোষণা দেয়। তবে এর কয়েক ঘণ্টা পরেই পাকিস্তান-ভারত যুদ্ধবিরতি লঙ্ঘনের পাল্টাপাল্টি অভিযোগ করে।

জম্মু-কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা বরাবর পাল্টাপাল্টি গোলাগুলির অভিযোগ তুলেছে দুই দেশ। এতে যুদ্ধবিরতি কার্যকরের অল্প সময় পরই দুই পক্ষের সম্পর্ক নতুন করে উত্তেজনার মুখে পড়েছে।

ভারতের অভিযোগ, যুদ্ধবিরতি লঙ্ঘন করছে পাকিস্তান। অন্যদিকে পাকিস্তান যুদ্ধবিরতি লঙ্ঘনের ভারতীয় এই অভিযোগ প্রত্যাখ্যান করে বরং ভারতের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ করেছে। ইসলামাবাদ বলছে, তাদের দেশ যুদ্ধবিরতি বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ। রবিবার এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা ও দ্য নিউজ ইন্টারন্যাশনাল।

রবিবার ভোরে এক বিবৃতিতে পাকিস্তান জানিয়েছে, ভারতের সঙ্গে স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়নে তারা পূর্ণ নিষ্ঠার সঙ্গে অঙ্গীকারবদ্ধ। যদিও এর আগেই শনিবার দিবাগত রাতে ভারত পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলে পাল্টা হামলার কথা জানায়।

এদিকে, পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে ভারতের বিরুদ্ধেও যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলেছে। বলা হয়েছে, পাকিস্তানি বাহিনী দায়িত্বশীল ও সংযমীভাবে পরিস্থিতি মোকাবিলা করছে। যুদ্ধবিরতির সফল বাস্তবায়নে যেকোনও জটিলতা সংশ্লিষ্ট পর্যায়ে যোগাযোগের মাধ্যমে সমাধান করা উচিত। একইসঙ্গে সীমান্তে অবস্থানরত সৈন্যদেরও সংযম প্রদর্শন করা জরুরি।

সংঘর্ষের ঘটনায় দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বাড়ছে বলে আন্তর্জাতিক বিশ্লেষকরা আশঙ্কা প্রকাশ করেছেন। বিশেষ করে দুই পরমাণু শক্তিধর দেশের মধ্যে এমন যুদ্ধবিরতি ভঙ্গ আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ হতে পারে।

বর্তমানে উভয় দেশই সীমান্তে সেনা মোতায়েন বৃদ্ধি করছে এবং পাল্টাপাল্টি বিবৃতির মাধ্যমে পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। এতে করে যুদ্ধবিরতির ভবিষ্যৎ নিয়ে সংশয় দেখা দিয়েছে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top