বৃহঃস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ২৭ ভাদ্র ১৪৩২

ইসরাইলের হামলার বিরুদ্ধে সম্মিলিত উদ্যোগের ঘোষণা কাতারের প্রধানমন্ত্রীর

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১১ সেপ্টেম্বর ২০২৫, ১১:৫০

ফাইল ছবি

সিএনএনের সাথে এক বিশেষ সাক্ষাৎকারে কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান বিন জাসিম আল-থানি ইসরাইলের সাম্প্রতিক হামলাকে “একটি কাপুরুষোচিত বর্বরচিত আক্রমণ” হিসেবে আখ্যায়িত করেছেন। তিনি বিশ্ববাসীকে এ ধরনের হামলার বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান।

প্রধানমন্ত্রী আরও বলেন, আঞ্চলিক নেতৃবৃন্দ দ্রুতই আলোচনায় বসবেন এবং ইসরাইলকে উপযুক্ত জবাব দেওয়ার জন্য একটি কার্যকরী পথ খুঁজে বের করবেন। তার ভাষায়, “এ ধরনের হামলার বিরুদ্ধে আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে দাঁড়াতে হবে।”

সাক্ষাৎকারে এক প্রশ্নের জবাবে তিনি উল্লেখ করেন, কাতারের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্পর্ক অত্যন্ত সুন্দর এবং প্রেসিডেন্ট ট্রাম্প ইতোমধ্যেই এ হামলার নিন্দা জানিয়েছেন।

বিশ্লেষকরা মনে করছেন, কাতারের এ অবস্থান মধ্যপ্রাচ্যে নতুন রাজনৈতিক সমীকরণের ইঙ্গিত দিচ্ছে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top