বৃহঃস্পতিবার, ২৯ জানুয়ারি ২০২৬, ১৬ মাঘ ১৪৩২

টানা ৭২ ঘণ্টা বৃক্ষআলিঙ্গন করে গিনেস বিশ্বরেকর্ড গড়লেন তরুণী

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ২৯ জানুয়ারী ২০২৬, ১৫:৩৬

সংগৃহীত

কেনিয়ার ২২ বছর বয়সি পরিবেশকর্মী ট্রুফেনা মুথোনি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড স্থাপন করেছেন বিশ্বের সবচেয়ে দীর্ঘকাল ধরে একটানা গাছ আলিঙ্গনের মাধ্যমে।

মুথোনি একটি গাছের গায়ে ৭২ ঘণ্টা ধরে আলিঙ্গন করে নতুন রেকর্ড গড়েছেন। এর আগে এই রেকর্ডটি ঘানার ফ্রেডেরিক বোয়াকির কাছে ছিল, যিনি ৫০ ঘণ্টা ২ মিনিট ২৮ সেকেন্ড ধরে গাছ আলিঙ্গন করেছিলেন।

মুথোনি ২০২৫ সালের ফেব্রুয়ারিতে ৪৮ ঘণ্টার একটি আলিঙ্গন সম্পন্ন করেছিলেন। প্রথম চেষ্টার সময় তিনি জানিয়েছিলেন, এটি মানুষকে পৃথিবীর সঙ্গে সংযোগ স্থাপনের একটি বার্তা দেওয়ার উদ্দেশ্য ছিল।

তিনি দ্বিতীয় চেষ্টার বিষয়ে বলেছেন, এটি ছিল একটি প্রতিজ্ঞা। মুথোনি বলেন, “পৃথিবীর যত্ন নেওয়া কেবল প্রতীকী নয়; এটি ধৈর্য, অধ্যবসায় এবং প্রমাণের মাধ্যমে দেখাতে হয় যে এটি একটি স্থায়ী দায়িত্ব। আমার এই চ্যালেঞ্জ পুনরায় করার উদ্দেশ্য ছিল পরিবেশের প্রতি সচেতনতা শুধুমাত্র একবারের নয়, বরং দীর্ঘমেয়াদি কর্তব্য হিসেবে প্রদর্শন করা।”

সূত্র: সামা টিভি

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top