বৃহঃস্পতিবার, ২৯ জানুয়ারি ২০২৬, ১৬ মাঘ ১৪৩২

পশ্চিমবঙ্গে নিপাহ ভাইরাস শনাক্ত, কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে “পরিস্থিতি নিয়ন্ত্রণে”

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ২৯ জানুয়ারী ২০২৬, ১৫:৩১

সংগৃহীত

পশ্চিমবঙ্গে নিপাহ ভাইরাসে আক্রান্ত দুই রোগীর ঘটনা শনাক্ত হলেও ভারত সরকারের কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয় জানিয়েছেন, পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। মঙ্গলবার রাতে প্রকাশিত বিবৃতিতে মন্ত্রণালয় বলেছে, “সময়মতো নিয়ন্ত্রণ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং এলাকায় নতুন সংক্রমণের আশঙ্কা নেই।” খবর আল জাজিরার।

মন্ত্রণালয়ের বরাতে জানা গেছে, আক্রান্ত দুই রোগীর সঙ্গে যুক্ত ১৯৬ জনের যোগাযোগ চিহ্নিত করা হয়েছে। তাদের পর্যবেক্ষণ, পরীক্ষা ও অনুসরণ করা হয়েছে এবং সবার নিপাহ ভাইরাস পরীক্ষার ফল নেগেটিভ এসেছে। মন্ত্রণালয় জানিয়েছে, এই পদক্ষেপ গণমাধ্যমে প্রকাশিত অনুমানভিত্তিক বা ভুল তথ্যের প্রতি স্পষ্ট বার্তা।

পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণের আওতায় রয়েছে। সমস্ত প্রয়োজনীয় জনস্বাস্থ্য ব্যবস্থা নেওয়া হয়েছে। তদুপরি, বর্ধিত নজরদারি, ল্যাবরেটরি পরীক্ষা এবং মাঠপর্যায়ের তদন্ত চালানো হচ্ছে।

নিপাহ ভাইরাস প্রথম শনাক্ত হয় ১৯৯০-এর দশকে মালয়েশিয়ায়। এটি ফলের বাদুড়, শূকর এবং মানুষ থেকে মানুষে সংক্রমিত হতে পারে। ভাইরাসটির কোনো টিকা বা নির্দিষ্ট চিকিৎসা নেই। আক্রান্তদের জ্বর, খিঁচুনি, বমি এবং শ্বাসকষ্ট দেখা দেয়। চিকিৎসা মূলত সহায়ক, যা রোগীর আরাম এবং জটিলতা নিয়ন্ত্রণে সাহায্য করে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) তথ্য অনুযায়ী, নিপাহ ভাইরাসের মৃত্যুহার ৪০ থেকে ৭৫ শতাংশ পর্যন্ত, যা করোনাভাইরাসের চেয়ে অনেক বেশি প্রাণঘাতী।

ভারতের আশ্বাসের পরও এশিয়ার কিছু দেশ সতর্কতা বাড়িয়েছে। চীন সীমান্ত এলাকায় রোগ প্রতিরোধ ব্যবস্থা জোরদার করেছে। স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, স্বাস্থ্য কর্তৃপক্ষ ঝুঁকি মূল্যায়ন শুরু করেছে এবং চিকিৎসাকর্মীদের বিশেষ প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। অন্য দেশগুলো ভারত থেকে আগত যাত্রীদের বিমানবন্দর ও স্থলপথে স্ক্রিনিং বাড়িয়েছে।

ভারত সরকার জানিয়েছে, আঞ্চলিক উদ্বেগ কমাতে এবং সঠিক তথ্য প্রচারে তারা সক্রিয়ভাবে কাজ করছে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top