শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ২৯ ভাদ্র ১৪৩২

অকল্যান্ডে ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে হাজারো মানুষের বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর ২০২৫, ১৩:০১

ছবি: সংগৃহীত

নিউজিল্যান্ডের বৃহত্তম শহর অকল্যান্ডে ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে হাজারো মানুষ রাস্তায় নেমে বিক্ষোভ করেছে। স্থানীয় সময় শনিবার (তারিখ উল্লেখযোগ্য হলে বসানো যাবে) অনুষ্ঠিত এই বিক্ষোভে প্রায় ৫০ হাজারের বেশি মানুষ অংশ নেয়।

বিক্ষোভকারীরা ফিলিস্তিনের পতাকা ও বিভিন্ন স্লোগান সংবলিত প্ল্যাকার্ড হাতে নিয়ে বিশ্ব নেতৃবৃন্দকে ইসরায়েলের ওপর সংশোধনমূলক ব্যবস্থা ও নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানান।

প্রতিবাদকারীরা জানান, ফিলিস্তিনের মানুষের ওপর দীর্ঘদিন ধরে চালানো অন্যায়, হত্যা ও দমন-পীড়নের বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও শক্ত অবস্থান নিতে হবে।

আয়োজকদের দাবি, অকল্যান্ডে অনুষ্ঠিত এ র‌্যালি নিউজিল্যান্ডের ইতিহাসে অন্যতম বৃহৎ ফিলিস্তিন সংহতি মিছিল।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top