শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫, ৫ আশ্বিন ১৪৩২

ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা পর্তুগালের

আহসান সাকিব হাসান | প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০২৫, ১১:১৫

ছবি: সংগৃহীত

পর্তুগাল আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আগামী রবিবার (২১ সেপ্টেম্বর) এই স্বীকৃতির আনুষ্ঠানিক ঘোষণা করা হবে।

স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, দেশের মধ্য-ডানপন্থী প্রধানমন্ত্রী লুইস মন্টিনিগ্রো রাষ্ট্রপতি ও সংসদের সঙ্গে আলোচনার পর এই চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করেছেন।

মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘জাতিসংঘ সাধারণ পরিষদে ফিলিস্তিনি রাষ্ট্র বিষয়ক উচ্চ পর্যায়ের সম্মেলনের ঠিক আগে, ২১ সেপ্টেম্বর রবিবার স্বীকৃতির আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে।’

উল্লেখ্য, ২০১১ সালে পর্তুগালের একটি বামপন্থী দল প্রথম এই প্রস্তাব আনার পর প্রায় ১৫ বছরের বিতর্কের অবসান ঘটলো এই সিদ্ধান্তের মাধ্যমে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top