রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫, ৫ আশ্বিন ১৪৩২

দুবাই ভিসা অনিশ্চয়তায় লাখো বাংলাদেশি

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০২৫, ২২:৫৫

ছবি: সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশিদের জন্য দুবাই ভ্রমণ ও কাজের ভিসা কার্যক্রম বন্ধ রেখেছে গত বছরের সেপ্টেম্বর থেকে। এক বছর পার হলেও ভিসা পুনরায় চালুর বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। এতে করে দেশটিতে যেতে আগ্রহী লাখো বাংলাদেশি নাগরিক অনিশ্চয়তা ও হতাশার মধ্যে রয়েছেন।

 

সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয় যে ২০২৬ সালের জানুয়ারি থেকে বাংলাদেশসহ নয়টি দেশের ওপর নতুন করে ভিসা নিষেধাজ্ঞা কার্যকর হবে। তবে এ বিষয়ে আমিরাতের সরকারি ওয়েবসাইটে কোনো তথ্য পাওয়া যায়নি।

 

বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ভিসা বন্ধের বিষয়ে তারা ঢাকাস্থ আমিরাত দূতাবাসের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখলেও এখনো সুনির্দিষ্ট কোনো নিশ্চয়তা মেলেনি। নির্ভরযোগ্য সূত্রগুলো বলছে, এ বছরের মধ্যেই ভিসা চালু হওয়ার সম্ভাবনা নেই।

 

২০২৪ সালের সেপ্টেম্বর থেকে শুরু হওয়া ভিসা স্থগিতাদেশের কারণে অনেক বাংলাদেশির কর্মসংস্থান, শিক্ষা, চিকিৎসা ও পারিবারিক ভ্রমণের পরিকল্পনা থমকে গেছে। এতে অর্থনৈতিক ক্ষতির মুখে পড়েছেন ভিসাপ্রত্যাশীরা।

 

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, শুধু আন্দোলন বা কোনো একক ঘটনার কারণে নয়, বরং বাংলাদেশিদের ভুয়া নথি ব্যবহার, নিরাপত্তাজনিত উদ্বেগসহ বিভিন্ন কারণে ভিসা কার্যক্রম বন্ধ রয়েছে।

 

আরব আমিরাত দূতাবাসের এক কর্মকর্তা স্বীকার করেন, বাংলাদেশিদের মধ্যে ভুয়া সার্টিফিকেট ব্যবহার করে ভিসা নেওয়ার প্রবণতা বেশি। এতে অনেক সঠিক আবেদনও অগ্রহণযোগ্য হয়ে যাচ্ছে। এসব কারণে অভিবাসন নীতিও কঠোর হতে পারে বলে জানান তিনি।

 

এদিকে নির্ভরযোগ্য আরেক সূত্র জানিয়েছে, চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনার দায়িত্ব পেতে আগ্রহী আমিরাতভিত্তিক প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ড। এ বিষয়টির সুরাহা ভিসা সংকট সমাধানের সঙ্গে সম্পর্কিত থাকতে পারে।

 

দুবাই কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতি পর্যালোচনার পর ধাপে ধাপে ভিসা চালু হতে পারে। তবে নির্দিষ্ট সময়সীমা এখনো অনিশ্চিত।

 



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top