৩৩ বছরের জোহরান মামদানি: নিউইয়র্কের নতুন রাজনৈতিক ঝড়
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২২ সেপ্টেম্বর ২০২৫, ১৩:৩৭

নিউইয়র্কের রাজনীতিতে এক নতুন ঝড় তুলেছেন জোহরান মামদানি! ৩৩ বছর বয়সী এই মুসলিম অভিবাসী, উগান্ডার বংশোদ্ভূত, যিনি এখন নিউইয়র্ক স্টেট অ্যাসেম্বলির সদস্য এবং মেয়র পদপ্রার্থী। তাঁর উত্থান মুগ্ধ করছে সবাইকে।
কিন্তু তাঁর পথ মোটেও মসৃণ নয়। সম্প্রতি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তীব্র সমালোচনা করেছেন মামদানির। নিউইয়র্ক ঘিরে তাঁর প্রস্তাবগুলোকে ‘বোকামি’ আখ্যা দিয়ে নেতানিয়াহু বলেছেন, মামদানি এক মেয়াদের বেশি মেয়র পদে টিকবেন না। বিশেষ করে, পুলিশের অর্থায়ন এবং ধনীদের ওপর কর আরোপের প্রস্তাব নিয়ে নেতানিয়াহু প্রশ্ন তোলেন।
তবে মামদানি তাঁর অবস্থানে অনড়। তিনি পুলিশের অর্থায়ন বাতিল নয়, বরং সম্পদ পুনর্বিন্যাসের কথা বলেছেন। তাঁর নীতিতে আছে বাড়িভাড়া জমার হার বন্ধ রাখা, বিনামূল্যে গণপরিবহন, এবং ধনীদের ওপর অধিক কর আরোপের মাধ্যমে জনসেবার উন্নয়ন।
অনেকেই তাঁকে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তুলনা করছেন—তবে সম্পূর্ণ বিপরীত আদর্শের জন্য। মামদানি নিজেকে ট্রাম্পের ‘সবচেয়ে বড় দুঃস্বপ্ন’ হিসেবে উল্লেখ করেছেন—একজন প্রগতিশীল মুসলিম অভিবাসী। যেখানে ট্রাম্পের রাজনীতি সম্পদের ওপর নির্ভরশীল, মামদানি নির্ভর করেন তৃণমূলের সমর্থন আর জনসেবার ওপর।
নিউইয়র্কের এই তরুণ প্রার্থী তাঁর সীমিত আর্থিক সংগতি এবং দৃঢ় সংকল্প নিয়ে এগিয়ে চলেছেন। মামদানি কি পারবেন নিউইয়র্কের মেয়র হতে? সময়ই বলে দেবে!
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।