৫৮ বছর পর জাতিসংঘে বক্তব্য দেবেন সিরিয়ার প্রেসিডেন্ট

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২২ সেপ্টেম্বর ২০২৫, ১৬:০৭

সংগৃহীত

৫৮ বছর পর জাতিসংঘে বক্তব্য দিতে যাচ্ছেন সিরিয়ার কোনো প্রেসিডেন্ট। সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারা যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা হয়েছেন। তিনি নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে ভাষণ দেবেন। এর আগে সর্বশেষ ১৯৬৭ সালে তৎকালীন প্রেসিডেন্ট নুরেদ্দিন আল-আতাসি জাতিসংঘে বক্তব্য দিয়েছিলেন।

প্রায় ১৪ বছরের গৃহযুদ্ধ ও আসাদ পরিবারের দীর্ঘ শাসনের পতনের পর শারার নেতৃত্বাধীন জোট গত বছরের ডিসেম্বরে ক্ষমতা দখল করে। তাই এবারের ভাষণকে সিরিয়ার নতুন রাজনৈতিক অধ্যায়ের প্রতীকী মুহূর্ত হিসেবে দেখা হচ্ছে।

দীর্ঘ অর্ধশতাব্দীরও বেশি সময় পর জাতিসংঘে সিরিয়ার প্রেসিডেন্টের উপস্থিতি আন্তর্জাতিক অঙ্গনে দেশটির ভবিষ্যৎ কূটনৈতিক অবস্থান কীভাবে পাল্টাবে— সেটাই এখন দেখার বিষয়।

 

 



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top