গাজার গণহত্যা বন্ধে আহ্বান জানাল হামাস
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২২ সেপ্টেম্বর ২০২৫, ১৬:১৩

যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়া ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে— এ নিয়ে প্রতিক্রিয়া জানাল হামাস। হামাসের সিনিয়র কর্মকর্তা মাহমুদ মারাদোই বলেন, এই স্বীকৃতি ফিলিস্তিনের জন্য একটি বিজয় এবং মুক্তির সংগ্রামের সুবিচার।
তিনি আরও জানান— দখলদারিত্ব যত ভয়াবহই হোক, ফিলিস্তিনি জনগণ তাদের অধিকার আদায়ের লড়াই থেকে পিছপা হবে না।
হামাসের বিবৃতিতে বলা হয়, শুধু স্বীকৃতি নয়— এ স্বীকৃতির সঙ্গে বাস্তব পদক্ষেপও থাকতে হবে। বিশেষ করে গাজা উপত্যকায় গণহত্যা বন্ধ করতে হবে।
এ ঘোষণার পর ফিলিস্তিনিদের মধ্যে নতুন আশার সঞ্চার হলেও, ইসরায়েলের পক্ষ থেকে তীব্র প্রতিক্রিয়া আসছে। আন্তর্জাতিক স্বীকৃতি বাড়তে থাকায় মধ্যপ্রাচ্যের সংকট নতুন মোড় নিচ্ছে। তবে পরিস্থিতি শান্ত হবে নাকি আরও জটিল হবে, সেটিই এখন দেখার বিষয়।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।