বেলজিয়াম স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিল ফিলিস্তিনকে
মিঠু মুরাদ | প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১৪:৩৭

মধ্যপ্রাচ্যে দ্বি-রাষ্ট্র সমাধান ও ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার বৈশ্বিক সম্মেলনে বেলজিয়াম ফিলিস্তিনকে আনুষ্ঠানিকভাবে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে।
বেলজিয়ামের প্রধানমন্ত্রী বের্ত দি ওয়েভার বলেন, “বেলজিয়াম ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিচ্ছে, তবে এটি এখনই কার্যকর হচ্ছে না। আপাতত ফিলিস্তিনে কোনো দূতাবাস স্থাপন হবে না। স্বীকৃতির কার্যকরতার জন্য কিছু শর্ত পূরণ করতে হবে।”
তিনি আরও বলেন, “সম্প্রতি ইসরায়েলি নেতারা ফিলিস্তিন নামে কোনো রাষ্ট্র প্রতিষ্ঠার বিরোধিতা করেছেন। এটি ফিলিস্তিনিদের ন্যায্য অধিকারের ওপর আঘাত। একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র তাদের প্রাপ্য। তবে আমাদের পদক্ষেপের কারণে হামাস উপকৃত হবে, এমন কোনো শঙ্কা নেই। স্বীকৃতি তখনই কার্যকর হবে যখন হামাস জিম্মিদের মুক্তি দেবে, অস্ত্র সমর্পণ করবে এবং গাজার প্রশাসন থেকে বিচ্ছিন্ন হবে।”
যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ব্যতীত জাতিসংঘের অধিকাংশ সদস্য রাষ্ট্র এই সম্মেলনে অংশ নিয়েছিল। এর আগে যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া ও কানাডাও ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।