বিশ্বের সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড়, হংকংয়ে আঘাত নিহত ১৪
স্টাফ রিপোর্টার | আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০২৫, ১০:২০

বিশ্বের চলতি বছরের সবচেয়ে শক্তিশালী ক্রান্তীয় ঘূর্ণিঝড় ‘সুপার টাইফুন রাগাসা’ হংকংয়ে হারিকেন-শক্তিসম্পন্ন বাতাস ও প্রবল বর্ষণ নিয়ে আঘাত হেনেছে। ঝড়ের তাণ্ডবে নগরজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।
ঝড়ের প্রভাবে তাইওয়ানের পূর্বাঞ্চলীয় হুয়ালিয়েন কাউন্টিতে ভারী বর্ষণ শুরু হয়। এর ফলে একটি হ্রদ উপচে পানি নেমে এসে শহরে বিশাল স্রোতের মতো ঢুকে পড়ে। এ ঘটনায় অন্তত ১৪ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে বলে বুধবার জানিয়েছে তাইওয়ানের দমকল বিভাগ।
রাগাসার তাণ্ডবে হংকংয়ের রাস্তাঘাট ও সমুদ্রসৈকত প্লাবিত হয়েছে। ইতোমধ্যে শত শত ফ্লাইট বাতিল করা হয়েছে এবং সাধারণ মানুষের জন্য আশ্রয়কেন্দ্র খুলে দেওয়া হয়েছে। হারিকেন-গতির বাতাস, উত্তাল সমুদ্র ও টানা মুষলধারে বৃষ্টিতে হংকংয়ের জনজীবন কার্যত স্থবির হয়ে পড়েছে।
আবহাওয়া বিশেষজ্ঞরা জানিয়েছেন, সুপার টাইফুন রাগাসা আগামীতে চীনের গুয়াংডং প্রদেশের দিকে অগ্রসর হবে বলে আশঙ্কা করা হচ্ছে।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।